পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Asansol Police Officials Transfer: নির্বাচন কমিশনের নির্দেশ, সরানো হল আসানসোলের দুই পুলিশ আধিকারিককে

আর ক'দিন বাদেই আসানসোল ও বালিগঞ্জ লোকসভা কেন্দ্রে উপনির্বাচন ৷ তার আগে আসানসোলের দুই পুলিশ আধিকারিককে বদলির নির্দেশ দিল নির্বাচন কমিশন (Asansol Police Officials Transfer) ৷

Asansol By Poll
আসানসোলে অগ্নিমিত্রার মুখোমুখি শত্রুঘ্ন

By

Published : Apr 8, 2022, 2:43 PM IST

আসানসোল, 8 এপ্রিল : আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের আগেই পুলিশে বদলি । সরানো হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুই থানার দুই ওসিকে ৷ নির্বাচন কমিশনের নির্দেশে আসানসোল দক্ষিণ থানার ওসি অভিজিৎ চট্টোপাধ্যায় এবং জামুড়িয়ার ওসি সঞ্জীব দেকে বদলি করা হল । 12 এপ্রিল আসানসোল এবং বালিগঞ্জ লোকসভা কেন্দ্রে উপনির্বাচন (Asansol South IC and Jamuria OC transferred as per Eelction Commission Order) ৷

নির্বাচন কমিশনের সেক্রেটারি রাকেশ কুমার নির্দেশ দিয়েছেন, আসানসোল দক্ষিণ থানার ওসি অভিজিৎ চট্টোপাধ্যায় ও সঞ্জীব দেকে অবিলম্বে বদলি করা হোক । মাত্র ক'দিন আগেই পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠক করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সেই সময় তিনি একাধিক অভিযোগ তুলে ধরেছিলেন পর্যবেক্ষকদের কাছে । যদিও সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে এই দুই থানার নাম উল্লেখ করেননি বিরোধী দলনেতা ।

আরও পড়ুন : TMC Agitation at Asansol : শুভেন্দুর রোড-শো ঘিরে আসানসোলে তৃণমূলের বিক্ষোভ

আসানসোল লোকসভা উপনির্বাচনের ক্ষেত্রে আসানসোল লোকসভা এলাকার না হলেও বাকি চারটি থানার ওসির বিরুদ্ধে তিনি অভিযোগ জানিয়ে এসেছিলেন । অনুমান, বিজেপির অভিযোগের ভিত্তিতেই এই দুই থানার ওসিকে সরিয়ে ফেলা হল । এখনও অবধি এই দুই পুলিশ আধিকারিকের কোনও মন্তব্য পাওয়া যায়নি । ওই দুই থানায় কারা দায়িত্বে আসছেন, তাও জানা যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details