আসানসোল, 30 মে : আসানসোল রেল স্টেশনেই প্রথম গড়ে উঠেছে অক্সিজেন পার্ক । স্টেশনের পূর্ব দিকে এই পার্ক শুধু সবুজায়ন নয়, বর্তমান সময়ে যে অক্সিজেনের আকাল চলছে সেখান থেকেই মানুষকে অন্য বার্তা প্রদান করছে । কারণ এই পার্কে লাগানো হয়েছে এমন কিছু গাছ, যারা পরিবেশকে সবচেয়ে বেশি অক্সিজেন দেয় ৷ সুতরাং যাত্রীদের সচেতন করতে এবং যাত্রীদের গাছ লাগানোয় আরও উৎসাহ করতেই এই অক্সিজেন পার্ক তৈরি করা হয়েছে বলে আসানসোল রেল ডিভিশনের মুখ্য জনসংযোগ আধিকারিক গৌতম সরকার ।
এই ধরনের পার্ক আসানসোল রেল ডিভিশনের সমস্ত স্টেশনে আগামী দিনে করা হবে বলে জানিয়েছেন আসানসোল রেল ডিভিশনের মুখ্য জনসংযোগ আধিকারিক । আসানসোল রেল স্টেশনেই প্রথম গড়ে ওঠে ভার্টিক্যাল গার্ডেন । দেওয়ালের মধ্যে ঝুলন্ত উদ্যান । স্টেশনে ঢোকার মুখে এই ভার্টিক্যাল গার্ডেন কার্যত সেলফি পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে যাত্রীদের কাছে ।
আসানসোল স্টেশনে সৌন্দর্যায়ন ৷ একদিকে যেমন সৌন্দর্যায়ন হয়েছে, তার পাশাপাশি সবুজ হয়ে উঠেছে স্টেশন চত্বর । স্টেশনে অন্যান্য সবুজ গাছপালা লাগানোর পাশাপাশি আসানসোল স্টেশনে গড়ে উঠেছে নষ্ট হয়ে যাওয়া যন্ত্রাংশ দিয়ে স্ক্রাপ আর্ট গ্যালারি । ফেলে দেওয়া, খারাপ হওয়া যন্ত্রাংশ যা আবর্জনা হিসাবে পড়ে থাকত সেই জিনিসপত্র দিয়ে স্ক্র্যাপ আর্টের বাগান তৈরি করা হয়েছে ।
আসানসোল স্টেশনের অক্সিজেন পার্ক ৷ আসানসোল রেল স্টেশনে সৌর বিদ্যুৎ থেকে শুরু করে রেন ওয়াটার হার্ভেস্টিং এবং বিশেষভাবে সক্ষমদের জন্য অত্যাধুনিক বিশেষ ব্যবস্থা করা হয়েছে । সবদিক দিয়েই তাই আসানসোল রেল স্টেশন মডেল স্টেশন হিসাবে পরিলক্ষিত হয়েছে ৷ তাই এই প্ল্যাটিনাম রেটিং প্রদান ৷ আসানসোল রেল ডিভিশনের ডিআরএম সুমিত সরকার বলেন, "এই সম্মান আমাদের গর্ব বাড়িয়েছে । আগামীতে আরও সবুজায়ন হবে আসানসোলে ।"
সবুজ সফরে থাকা আসানসোল স্টেশন পেল প্ল্যাটিনাম রেটিং ৷ আরও পড়ুন : আগামিকালই বর্ষার বৃষ্টি শুরুর পূর্বাভাস আবহাওয়া দফতরের