আসানসোল, 15 জুলাই: রেল বোর্ডের পক্ষ থেকে রেলের স্কুল বন্ধ করার যে নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিশ প্রত্যাহার করে নেওয়া হল । নোটিশে জানানো হয়েছে রেলের কোনও স্কুলই বন্ধ হবে না এবং প্রয়োজনে রেলের স্কুলগুলির পরিকাঠামো বৃদ্ধি করা হবে (Asansol Railway schools are not being closed)। নতুন করে শিক্ষক নিয়োগ করা হবে । রেলের স্কুল বন্ধ হবে না এমন নোটিশে খুশির হাওয়া আসানসোলে ।
কয়েক মাস আগেই রেলবোর্ড একটি নোটিশ জারি করেছিল যে, রেলের পরিচালিত স্কুলগুলি ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হবে । ছাত্রছাত্রীদের অন্যত্র অন্য স্কুলে ভর্তি করার বিষয়ে তদারকি করবে রেল ৷ পাশাপাশি নতুন করে আর ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া কিংবা শিক্ষক নিয়োগ করা হবে না । প্রয়োজনে রেলের স্কুলের ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় বিদ্যালয়ে নিয়ে যাওয়া হবে ।
রেল বোর্ডের এই নোটিশের পরই যেন বাজ ভেঙে পড়ে অভিভাবকদের মাথায় । কারণ এত স্বল্প খরচে ইংরাজি মাধ্যম সিবিএসসি বোর্ডের স্কুল তাঁরা পাবে না । বেসরকারি স্কুলে পড়ানোর খরচ অনেক অভিভাবকরাই চালাতে পারবেন না । শুরু হয় আন্দোলন । অভিভাবকরা রাস্তায় নামে । তাঁদের আন্দোলনকে সমর্থন করে আসানসোলে ডিআরএম অফিস ঘেরাও করে তৃণমূল ।