পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Security in Durga Puja: পুজোয় নিরাপত্তার দায়িত্বে 'রক্ষক' বুলেট বাহিনী

পুজোর সময় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে বিশেষ উদ্যোগ আসানসোল পুলিশের ৷ আপাতত 15টি বুলেট নিয়ে আসানসোল-দুর্গাপুর অঞ্চলে পুলিশ কর্মীরা সজাগ দৃষ্টি রাখবে বিভিন্ন রাস্তায় উপর ।

Etv Bharat
'রক্ষক' বুলেট বাহিনী

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 1:23 PM IST

নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে রক্ষক বুলেট

আসানসোল, 7 অক্টোবর: দুর্গাপুজোয় নিরাপত্তা বাড়াতে এবার নামানো হল পুলিশের বুলেট বাহিনী । শুক্রবার সন্ধ্যায় আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী বাইক (পুলিশ) বাহিনীর আনুষ্ঠানিক সূচনা করেছেন । এই বুলেট বাহিনীর নাম দেওয়া হয়েছে 'রক্ষক'।

দীর্ঘদিন ধরেই আসানসোল অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে । রাস্তায় মহিলাদের গলার সোনার চেন থেকে মোবাইল ছিনতাইয়ের ঘটনা প্রায়শই ঘটছে । এমনকী ভরদুপুরে ব্যাংকের গ্রাহকদের থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে । শহরজুড়ে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে দুষ্কৃতীরা ৷ এবার সেই দুষ্কৃতীদের দাপট বন্ধ করতে মাঠে নামছে পুলিশের বুলেট বাহিনী ৷ আপাতত 15টি বুলেট (বাইক)নিয়ে আসানসোল-দুর্গাপুর অঞ্চলে পুলিশ কর্মীরা সজাগ দৃষ্টি রাখবে বিভিন্ন রাস্তায় উপর । কোথাও কোনও অভিযোগ এলেই দ্রুত পৌঁছে যাবে তারা । প্রয়োজনে দুষ্কৃতীদের পিছু ধাওয়াও করবে এই 'রক্ষক' বাহিনী ।

উৎসবের সময়ে অপরাধ কমাতেই এই উদ্যোগ বলে জানিয়েছে আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী । তিনি বলেন, "সিএসআর প্রকল্প থেকে 15টি নতুন বুলেট নিয়ে এই পুলিশ বাহিনীকে নামানো হয়েছে রাস্তায় । এরা অপরাধ কমাতে বিশেষ উদ্যোগ নেবে । উৎসবের সময়ে নয় তার পরেও সজাগ থাকবে এই বাহিনী ৷"

আরও পড়ুন:পুজোর বিশেষ পদ নিয়ে হাজির হিডকো'র 'সম্পন্ন ক্যাফে'

প্রসঙ্গত, মহিলাদের নিরাপত্তা বাড়াতে এর আগে পুলিশ শক্তিবাহিনী রাস্তায় নেমেছিল । স্কুটি নিয়ে মহিলা পুলিশরা রাস্তায় টহল দেয় । বিশেষ অ্যাপও নিয়ে আসা হয়েছিল ৷ এই অ্যাপের মারফত কন্ট্রোল রুমে খবর পৌঁছয় । সেই খবর শক্তি বাহিনীর কাছে এলেই তারা দ্রুত স্কুটি নিয়ে পৌঁছে যায় ঘটনাস্থলে । সেই বাহিনী সফল হওয়ার পরেই এবার 'রক্ষক' বুলেট বাহিনী নামানো হয়েছে । যারা আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের উপর নজর রাখবে অপরাধ কমাতে ৷

আরও পড়ুন:চাপ না দিয়ে সন্তানদের স্বপ্নপূরণে এগোতে দিন, অনুরোধ শিশু অধিকার সুরক্ষা কমিশনের

ABOUT THE AUTHOR

...view details