আসানসোল, 15 জানুয়ারি: কম্বল কাণ্ডে এ বার জিজ্ঞাসাবাদ করা হল আসানসোলের আরও এক বিজেপি কাউন্সিলরকে (Police interrogates BJP Councillor)। রবিবার দুপুরে আসানসোল (Asansol News) পৌরনিগমের 102 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রাণী আচার্যকে জিজ্ঞাসাবাদ করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারী দল । পুলিশ চলে যাওয়ার পর ইন্দ্রাণী আচার্য জানান, "পুলিশ এখন টিএমসির ক্রীতদাস, সেই ব্যবহার ওদের কাছ থেকে পেলাম । ওরা আমাকে হুমকি দিতে এসেছিল যাতে আমি বিজেপি থেকে বদল করে তৃণমূলে আসি ।"
কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট
গত 14 ডিসেম্বর আসানসোলের রামকৃষ্ণ ডাঙাল এলাকায় কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বিজেপি কাউন্সিলর চৈতালি তেওয়ারি । সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও । শুভেন্দু অধিকারী অনুষ্ঠান স্থল থেকে বেরিয়ে যাওয়ার পরেই কম্বল নিতে মানুষের হুড়োহুড়ি লাগে । আর তারপরেই পদপিষ্ট হয়ে এক কিশোরী-সহ দুই মহিলার মৃত্যু হয় । এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয় । অভিযোগের ভিত্তিতে আটজন বিজেপি কর্মী সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ । পাশাপাশি আয়োজক হিসেবে বিজেপি কাউন্সিলর চৈতালি তেওয়ারিকে দু'বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে ।
ইন্দ্রাণী আচার্যকে জেরা
মঙ্গলবার কুলটির ডিসেরগড়ে বিজেপি কাউন্সিলর ইন্দ্রাণী আচার্যের বাড়িতে পুলিশ নোটিশ দিয়ে আসে যে বুধবার তাঁকে জেরা করা হবে । সেই মতো বুধবার দুপুরে ইন্দ্রাণী আচার্যের বাড়িতে পৌঁছয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারী দল । তারা দীর্ঘক্ষণ ধরে ইন্দ্রাণী আচার্যকে জেরা করে । জিজ্ঞাসাবাদ ক'রে বেরিয়ে যাওয়ার সময় যথারীতি পুলিশ কিছু জানাতে চায়নি । কিন্তু পুলিশ চলে যাওয়ার পর বিষয়টি নিয়ে মুখ খোলেন বিজেপি কাউন্সিলর ইন্দ্রাণী ।