আসানসোল, 26 জুলাই: রেজিস্ট্রেশন করেও টিকা (Corona Vaccine) না পেয়ে বিক্ষোভে ফেটে পড়লেন বাসিন্দারা । আসানসোল (Asansol) পৌরনিগমের 87 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহিশীলা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের ঘটনা । গ্রামবাসীদের বিক্ষোভ চলাকালীন পুলিশ টিকা নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ ওঠে ৷ তাতেই আগুনে ঘি পড়ে । তীব্র বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা । পরে পৌরনিগমের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ।
আজ ভোরবেলা থেকে মহিশীলা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে টিকা নেওয়ার জন্য লাইন দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা । কিন্তু পৌরনিগমের স্বাস্থ্যকর্মীরা নাকি জানান, সবাইকে টিকা দেওয়া যাবে না । আগেই অনেকের নাম লেখা রয়েছে । বাসিন্দাদের দাবি, তাঁরা অনলাইনে বুক করলেও টিকা পাননি । তার বদলে অন্য বাসিন্দাদের টিকা দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে । বাসিন্দাদের তীব্র বিক্ষোভে টিকাকরণের কাজ বন্ধ হয়ে যায় ।
আরও পড়ুন:শুভেন্দু-দিলীপকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে প্রকাশ্যে ভুল স্বীকার সৌমিত্রর