আসানসোল, 31 জানুয়ারিঃ ভরদুপুরে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি হীরাপুরের ধ্রুবডাঙা অঞ্চলে (shop burglary in asansol)। সোনার দোকানের শাটার নামিয়ে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে, বন্দুকের বাঁট দিয়ে ব্যবসায়ীর মাথায় আঘাত করে সোনার, রুপোর গহনা-সহ নগদ টাকা লুট করে চম্পট দুষ্কৃতীদের । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধ্রুবডাঙা এলাকায় । ঘটনার তদন্ত শুরু করেছে হীরাপুর থানার পুলিশ ।
shop burglary in asansol : আসানসোলে সোনার দোকানে লুঠ
ভরদুপুরে দুঃসাহসিক ডাকাতি আসানসোলের ধ্রুবডাঙা এলাকায় (shop burglary in asansol) । ব্যবসায়ীকে বন্দুকের বাঁট দিয়ে আঘাত করে দোকান লুঠ ।
সূত্রের খবর, সোমবার দুপুরে নিজের দোকানে বসে ছিলেন সোনা-রুপার ব্যবসায়ী রবি বর্মন । সেই সময় চারজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে সোনার দোকানে ঢুকে পড়ে । এরপরে দোকানে ঢুকে তারা দোকানের শাটার নামিয়ে দেয় (ornament shop burglary in asansol) । তারপর ওই ব্যবসায়ীকে বন্দুকের বাঁট দিয়ে ঘায়েল করে সিন্দুকের চাবি ছিনিয়ে নেয় । যাবতীয় গহনা, নগদ টাকা নিয়ে চম্পট দেয় ডাকাত দলটি । দিনেদুপুরে ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ববিতা দাস ।