ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

shop burglary in asansol : আসানসোলে সোনার দোকানে লুঠ - latest news on asansol

ভরদুপুরে দুঃসাহসিক ডাকাতি আসানসোলের ধ্রুবডাঙা এলাকায় (shop burglary in asansol) । ব্যবসায়ীকে বন্দুকের বাঁট দিয়ে আঘাত করে দোকান লুঠ ।

businessman
businessman
author img

By

Published : Jan 31, 2022, 6:12 PM IST

আসানসোল, 31 জানুয়ারিঃ ভরদুপুরে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি হীরাপুরের ধ্রুবডাঙা অঞ্চলে (shop burglary in asansol)। সোনার দোকানের শাটার নামিয়ে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে, বন্দুকের বাঁট দিয়ে ব্যবসায়ীর মাথায় আঘাত করে সোনার, রুপোর গহনা-সহ নগদ টাকা লুট করে চম্পট দুষ্কৃতীদের । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধ্রুবডাঙা এলাকায় । ঘটনার তদন্ত শুরু করেছে হীরাপুর থানার পুলিশ ।

আরও পড়ুন:Bank Robbery in Bardhaman : গ্রাহকদের মাথায় বন্দুক ঠেকিয়ে ব্যাঙ্ক ডাকাতি বর্ধমানে, লুঠ প্রায় 30 লক্ষ টাকা

সূত্রের খবর, সোমবার দুপুরে নিজের দোকানে বসে ছিলেন সোনা-রুপার ব্যবসায়ী রবি বর্মন । সেই সময় চারজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে সোনার দোকানে ঢুকে পড়ে । এরপরে দোকানে ঢুকে তারা দোকানের শাটার নামিয়ে দেয় (ornament shop burglary in asansol) । তারপর ওই ব্যবসায়ীকে বন্দুকের বাঁট দিয়ে ঘায়েল করে সিন্দুকের চাবি ছিনিয়ে নেয় । যাবতীয় গহনা, নগদ টাকা নিয়ে চম্পট দেয় ডাকাত দলটি । দিনেদুপুরে ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ববিতা দাস ।

ABOUT THE AUTHOR

author-img

...view details