আসানসোল, 9 জুন : এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রকল্পে কেন্দ্র সরকারের প্রদেয় অর্থ সঠিকভাবে ব্যবহার করার জন্য সারা দেশের মধ্যে সেরার তকমা পেল আসানসোল পৌরনিগম । সেই কারণে অতিরিক্ত সাড়ে 7 কোটি টাকার একটি ফান্ডও পাচ্ছে আসানসোল পৌরনিগম (Asansol Municipal Corporation) ।
জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রকল্পে দেশের এমন পৌরসভা এবং পৌরনিগমগুলিকে বেছে নেওয়া হয়েছিল যাদের জনসংখ্যা দশ লক্ষের অধিক । সেই এলাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণ করার জন্য প্রত্যেককে 34 কোটি টাকা করে ফান্ড দেওয়া হয়েছিল । সারা দেশের মধ্যে আসানসোল পৌরনিগম সেই ফান্ড যথাযথভাবে খরচ করার জন্য সেরার তকমা পেয়েছে । এই খবর আসানসোল পৌরনিগমে এসে পৌঁছেছে । তারপরেই খুশির হাওয়া আসানসোল পৌরনিগমে । আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় সমস্ত পৌরকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন।