পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা পরিস্থিতিতে ট্রেড লাইসেন্স ফি কমাচ্ছে আসানসোল পৌরনিগম - কোরোনা পরিস্থিতিতে ট্রেড লাইসেন্স ফি কমাচ্ছে আসানসোল পৌরনিগম

আজ আসানসোল পৌরনিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারি এবং পৌর কমিশনার খুরশিদ আলি কাদরি সাংবাদিক বৈঠক করে ট্রেড লাইসেন্স ফি বাবদ প্রায় 80 লাখ টাকা ছাড়ার কথা ঘোষণা করেন ।

Asansol Municipality is reducing trade license fees in Corona situation
কোরোনা পরিস্থিতিতে ট্রেড লাইসেন্স ফি কমাচ্ছে আসানসোল পৌরনিগম

By

Published : May 6, 2020, 9:59 PM IST

আসানসোল, 6 মে : লকডাউনের জেরে লোকসান হয়েছে ব্যবসায়ীদের । তাই ট্রেড লাইসেন্স ফি কমানোর কথা ঘোষণা করল আসানসোল পৌরনিগম । আজ মেয়র জিতেন্দ্র তিওয়ারি এবং পৌর কমিশনার খুরশিদ আলি কাদরি সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করেন । ট্রেড লাইসেন্স ফি বাবদ প্রায় 80 লাখ টাকা কম করতে চলেছে আসানসোল পৌরনিগম ৷

দেশজুড়ে লকডাউনের জেরে বন্ধ দোকানপাট । ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা । এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের পাশে দাঁড়াল আসানসোল পৌরনিগম

মেয়র জিতেন্দ্র তিওয়ারি জানান "আসানসোলে যেমন অনেক ছোটো ব্যবসায়ী আছেন তেমনই বড় ব্যবসায়ীও রয়েছেন । বিভিন্ন স্ল্যাব অনুযায়ী ট্রেড লাইসেন্সের ফি মকুব করা হচ্ছে । যেমন- যাদের 500 টাকা ট্রেড লাইসেন্স ফি আছে তাদের 50 শতাংশ মকুব করা হবে । 500 টাকা থেকে দেড় হাজার টাকা পর্যন্ত যাদের ট্রেড লাইসেন্স ফি আছে তাদের 40 শতাংশ মকুব করা হবে । দেড় থেকে তিন হাজার টাকা পর্যন্ত যাদের ফি রয়েছে তাদের 30 শতাংশ, 3 হাজার থেকে 6 হাজার টাকা পর্যন্ত যাদের ফি তাদের 25 শতাংশ , 6 হাজার থেকে 10 হাজার টাকা পর্যন্ত যাদের ফি তাদের 20% এবং 10 হাজার টাকার উপর যাদের ট্রেড লাইসেন্স ফি তাদের 15 শতাংশ মকুব করা হবে ।"

কোরোনা পরিস্থিতিতে ট্রেড লাইসেন্স ফি কমাচ্ছে আসানসোল পৌরনিগম

ব্যবসায়ীদের পাশে থেকে পরোক্ষভাবে বিরাট অঙ্কের টাকা ছাড় দিচ্ছে পৌরনিগম । এই সিদ্ধান্তে খুশি ব্যবসায়ীরা ।

ABOUT THE AUTHOR

...view details