আসানসোল, 15 জুন : আসানসোল পৌরনিগমের ফাইনান্স বিভাগের কর্মীদের গাফিলতিতে এক অস্থায়ী পৌরকর্মীর অ্যাকাউন্টে প্রতি মাসে দুটি বেতন ঢুকত । ওই পৌরকর্মীও 21 মাস ধরে "ডবল বেতন" পেলেও এতদিন বিষয়টি নিয়ে কিছুই জানাননি পৌরনিগমে । সম্প্রতি বিষয়টি জানাজানি হতেই তোলপাড় হয় (Asansol Municipal Worker Double Salary)। যদিও আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় ওই পৌরকর্মীর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিচ্ছেন না । মেয়রের দাবি, ওই পৌরকর্মী ক্যানসার আক্রান্ত । তাই মানবিক কারণে তাঁর উপরে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না । উনি ইতিমধ্যেই প্রায় 50 শতাংশ টাকা ফেরত দিয়েছেন । আগামী আরও তিনটি কিস্তিতে বাকি টাকা ফেরত দেবেন ।
2020 সালে চুক্তিভিত্তিকভাবে শ্রীজিতা মিত্র নামে এক মহিলা আসানসোল পৌরনিগমে চাকরিতে নিযুক্ত হন । প্রথমে আসানসোল পৌরনিগমের মূল দফতরে এবং পরে রানিগঞ্জে বোরো অফিসে তিনি বদলি হয়ে যান । গত 21 মাস ধরে ওই পৌরকর্মী পৌরনিগমের ফিনান্স দফতরের গাফিলতিতে আসানসোল দফতর থেকে এবং রানিগঞ্জ দফতর থেকে দুটি বেতন পেয়ে আসছেন । অস্থায়ী কর্মী হিসেবে তাঁর বেতন 10 হাজার টাকা । অর্থাৎ তিনি 2 লক্ষ 10 হাজার টাকা অতিরিক্ত নিয়েছেন । কখনই পৌরনিগমকে বিষয়টি জানানোর প্রয়োজন করেননি । সম্প্রতি বিষয়টি জানাজানি হয় । আর তারপরেই শোরগোল পড়ে । মেয়র বিধান উপাধ্যায় ওই পৌরকর্মীকে ডেকে পাঠান । তাঁকে টাকা ফেরত দিতে বলা হয় । ইতিমধ্যেই ওই পৌরকর্মী প্রায় 50 শতাংশ টাকা ফেরত দিয়েছেন বলে দাবি করেছেন বিধান উপাধ্যায় ।