আসানসোল, 13 অগস্ট : প্রায় সাড়ে 500 কোটি টাকার বোঝা পৌরনিগমের উপর চাপিয়ে দিয়ে গিয়েছেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি । সরাসরি এমনই অভিযোগ তুললেন আসানসোল পৌরনিগমের বর্তমান প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় । এই বিপুল অঙ্কের টাকা কীভাবে মেটাবে পৌরনিগম, তা নিয়ে ঘুম ছুটেছে পৌরকর্তাদের । শুধু তাই নয়, এই টাকা মেটাতে গেলে থমকে যেতে পারে আসানসোলের উন্নয়নের কাজ । এমনও আশঙ্কাও প্রকাশ করেছেন তাঁরা ।
জিতেন্দ্র তিওয়ারি মেয়র থাকাকালীন আসানসোলে প্রভূত উন্নয়ন হয় । একদিকে সৌন্দর্যায়ন, অন্যদিকে শহরে বেশ কয়েকটি বৃহত্তর নির্মাণও হয়েছে । সেই কাজের প্রায় 550 কোটি টাকা এখনও বকেয়া পড়ে আছে বলে দাবি করেন বর্তমান পৌর প্রশাসক ।
এই বিষয়ে আসানসোল পৌরনিগমের বর্তমান মুখ্য প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, "আসানসোলে রবীন্দ্রভবন বা কফিহাউস, এই দুটি নির্মাণের ক্ষেত্রেই ব্যাপক গরমিল পাওয়া যাচ্ছে । রবীন্দ্রভবন সংস্কারের জন্য যে টাকা খরচ হিসাবে দেখানো হয়েছে, তাতে আরও একটি নতুন রবীন্দ্রভবন তৈরি হয়ে যেত আসানসোলে । অন্যদিকে কোটি টাকা ব্যয়ে তৈরি কফিহাউসের জন্য কোনও টেন্ডারই করা হয়নি । যে ঠিকাদার কাজ করেছেন তাকে কীভাবে টাকা মেটাব আমরা ? এমন উদাহরণ তো ভুরিভুরি ৷ "
আরও পড়ুন :Polo Ground : নাম বদলের বিড়ম্বনায় আসানসোলের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড