পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

AMC preparation for Asani: ভয়াবহ অভিজ্ঞতা থেকে শিক্ষা, অশনি সংকেতে সতর্ক আসানসোল পৌরনিগম - ঘূর্ণিঝড় অশনি

গত বছর বন্যার ভয়াবহ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ঘূর্ণিঝড় অশনি (cyclone Asani) মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে আসানসোল পৌরনিগম (AMC preparation for Asani)৷

Asansol Municipal Corporation takes precautionary measures for cyclone Asani
ভয়াবহ অভিজ্ঞতা থেকে শিক্ষা, অশনি সংকেতে সতর্ক আসানসোল পৌরনিগম

By

Published : May 10, 2022, 1:21 PM IST

আসানসোল, 10 মে: গত বছর ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আসানসোলে (AMC preparation for Asani)। গত প্রায় সত্তর বছরে যা হয়নি সেই রূপ দেখেছিল আসানসোল । হয় প্রচুর ক্ষয়ক্ষতি ৷ গৃহহীন হয়ে পড়েন বহু মানুষ । পর্যালোচনা করে দেখা যায়, নিকাশি ব্যবস্থায় বিস্তর ফাঁক থেকে গিয়েছিল । পাশাপাশি আসানসোল দিয়ে বয়ে চলা গাঁড়ুই নদীর সংস্কার না-হওয়ার কারণেই সেই জল উপচে প্লাবিত করেছিল গোটা শহরকে । এখন আবার সামনে ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের ভ্রুকুটি । আর তাই এ বার যাতে সেই অবস্থার সম্মুখীন না হতে হয়, সেই কারণে প্রস্তুত হয়েছে পৌরনিগম । আসানসোল পৌরনিগমের কমিশনার নীতিন সিংঘানিয়া জানিয়েছেন, "প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য আমরা প্রস্তুত ।"

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি (cyclone Asani)। তার সঙ্গেই রয়েছে অতিবৃষ্টির আশঙ্কা । আর তাই অতীতের ভয়াবহ পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে প্রস্তুত হচ্ছে আসানসোল পৌরনিগম । ইতিমধ্যেই জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে বিভিন্ন দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে । একদিকে যাতে প্রাকৃতিক দুর্যোগে দুর্ঘটনা এড়ানো যায়, পাশাপাশি নাগরিক পরিষেবাও ঠিক রাখা যায়, সে বিষয়েও সচেষ্ট পৌরনিগম ।

আরও পড়ুন:West Bengal Weather Update : অশনির জের, ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

অশনি সংকেতে প্রস্তুতি

আসানসোল (Asansol Municipal Corporation takes precautionary measures for cyclone Asani) পৌরনিগমের কমিশনার নীতিন সিংঘানিয়া জানিয়েছেন, "যে সমস্ত জায়গায় স্ট্রিট লাইট আছে, সেখান থেকে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেই কারণে সমস্ত বক্সকে পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে । রাজ্য বিদ্যুৎ দফতরের সঙ্গেও আমরা সর্বদা বিষয়গুলি নিয়ে যোগাযোগ রাখছি, যাতে অঘটন না ঘটে বা লোডশেডিং এড়ানো যায় । পানীয় জলের ক্ষেত্রে সমস্ত পাইপলাইন পরীক্ষা করা হচ্ছে, যাতে জল সরবরাহে কোনও ব্যাঘাত না ঘটে । এলাকায় মাইকিং করা হচ্ছে মানুষকে সচেতন করার জন্য । এ ছাড়াও জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে আমরা শুকনো খাবার ইতিমধ্যেই তৈরি রাখছি । অতিরিক্ত বৃষ্টিপাত হলে যাতে আটকে পড়া মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া যায় । 24 ঘণ্টার জন্য কন্ট্রোল রুম করা হয়েছে । যার নম্বর 7479001875 । পাশাপাশি গাঁড়ুই নদীর সংস্কার ইতিমধ্যেই শুরু হয়েছে । সমস্ত দুর্যোগের সঙ্গে মোকাবিলা করার জন্য আসানসোল পৌরনিগম প্রস্তুত আছে ।"

ABOUT THE AUTHOR

...view details