আসানসোল, 10 মে: গত বছর ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আসানসোলে (AMC preparation for Asani)। গত প্রায় সত্তর বছরে যা হয়নি সেই রূপ দেখেছিল আসানসোল । হয় প্রচুর ক্ষয়ক্ষতি ৷ গৃহহীন হয়ে পড়েন বহু মানুষ । পর্যালোচনা করে দেখা যায়, নিকাশি ব্যবস্থায় বিস্তর ফাঁক থেকে গিয়েছিল । পাশাপাশি আসানসোল দিয়ে বয়ে চলা গাঁড়ুই নদীর সংস্কার না-হওয়ার কারণেই সেই জল উপচে প্লাবিত করেছিল গোটা শহরকে । এখন আবার সামনে ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের ভ্রুকুটি । আর তাই এ বার যাতে সেই অবস্থার সম্মুখীন না হতে হয়, সেই কারণে প্রস্তুত হয়েছে পৌরনিগম । আসানসোল পৌরনিগমের কমিশনার নীতিন সিংঘানিয়া জানিয়েছেন, "প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য আমরা প্রস্তুত ।"
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি (cyclone Asani)। তার সঙ্গেই রয়েছে অতিবৃষ্টির আশঙ্কা । আর তাই অতীতের ভয়াবহ পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে প্রস্তুত হচ্ছে আসানসোল পৌরনিগম । ইতিমধ্যেই জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে বিভিন্ন দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে । একদিকে যাতে প্রাকৃতিক দুর্যোগে দুর্ঘটনা এড়ানো যায়, পাশাপাশি নাগরিক পরিষেবাও ঠিক রাখা যায়, সে বিষয়েও সচেষ্ট পৌরনিগম ।