আসানসোল, 31 অক্টোবর : কয়েকদিন আগেই হতাশা থেকে আসানসোলের কিশোরকুমার দুর্গা রাণা গেয়েছিলেন "নিরাশায় বসে আছি এই নিরালায়''। আর আজ সেই নিরাশা কেটে উৎসবের চেহারা । দুর্গা রাণার ঘর বাড়ি সংস্কারের কাজ শুরু হল আজ থেকেই । আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি, কুলটির বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়, স্থানীয় কাউন্সিলর অভিজিৎ আচার্য-সহ অনেকেই ছিলেন আজকের বাড়ি সংস্কারের কাজ শুরুর সময় । নারকেল ফাটিয়ে শুরু হয় দুর্গা রাণার বাড়ি সংস্কারের কাজ ।
ETV ভারতে উঠে এসেছিল আসানসোলের বিশিষ্ট গায়ক দুর্গা রাণার দুর্দশার কথা । এর পর আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান জিতেন্দ্র তেওয়ারি ঘোষণা করেছিলেন পৌরনিগমের থেকেই দুর্গা রাণার বাড়ি সংস্কার করে দেওয়া হবে । আজ সেই বাড়ি সংস্কারের কাজ শুরু করে দিলেন তিনি ।