আসানসোল , 27 এপ্রিল : প্রশাসনের নির্দেশে হোম কোয়ারানটিনে থাকা পরিবারগুলির পাশে দাঁড়াল আসানসোল পৌরনিগম । তাঁদের ত্রাণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে পৌরনিগমের তরফে । আজ মেয়র জিতেন্দ্র তিওয়ারির উদ্যোগে বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে ।
কোরোনা সংক্রমণ ছড়িয়েছে আসানসোলেও । ইতিমধ্যেই কয়েকটি এলাকায় কোরোনা আক্রান্তর খোঁজ পাওয়া গেছে । কয়েকজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । কোরোনা আক্রান্তের সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের হোম কোয়ারান্টিনে থাকার নির্দেশ দিয়েছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন । আসানসোলের বিভিন্ন ওয়ার্ডের কয়েকটি পরিবার তাই হোম কোয়ারানটিনে রয়েছে । তাদের মধ্যে অনেকেই দিনমজুর । হোম কোয়ারানটিনে থাকার কারণে খাবার বা অন্যান্য সামগ্রীর জন্য তাঁরা বাইরে বের হতে পারছেন না । আর এই কথা ভেবে আসানসোল পৌরনিগম সেই পরিবারগুলির পাশে দাঁড়াল ।
হোম কোয়ারানটিনে থাকা পরিবারগুলিকে সাহায্য আসানসোল পৌরনিগমের - হোম কোয়ারানটিনের মানুষকে সাহায্য আসানসোল পৌরনিগমের
আসানসোলের বিভিন্ন ওয়ার্ডে কয়েকটি পরিবার হোম কোয়ারানটিনে রয়েছে । তাদের মধ্যে অনেকেই দিনমজুর । এবার তাদের পাশে দাঁড়াল আসানসোল পৌরনিগম ।
আসানসোল পৌরনিগম
আজ আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির উদ্যোগে হোম কোয়ারানটিনে থাকা কয়েকটি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় । জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন , হোম কোয়ারানটিনে থাকা পরিবারগুলিকে 15 কেজি করে চাল এবং 10 কেজি করে আলু পাঠানো হয়েছে । আগামী দিনে যদি তাঁদের কিছু প্রয়োজন হয় পৌরনিগমের টোল ফ্রি নম্বরে ফোন করলে সবরকম সহযোগিতা করা হবে ।