পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোথায় সামাজিক দূরত্ব ! দুর্গাপুরে মেয়রকে ঘিরে ভিড় - without maintain social distance

গতকাল দুর্গাপুরে অনুষ্ঠান শেষে সামাজিক দূরত্ব না মেনেই মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে ভিড় ৷

without maintain social distance
দুর্গাপুরে মেয়রকে ঘিরে ভিড়

By

Published : May 11, 2020, 3:29 PM IST

দুর্গাপুর, 11 মে : গতকাল দুর্গাপুরে প্রথম দুজন কোরোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেল । সেদিনই দুর্গাপুরের ধবনি গ্রামে আসানসোল পৌরনিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারি একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ মেয়র যখন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন, সেই সময় দেখা গেল প্রিয় নেতার পিছনে দাঁড়িয়ে মুখ দেখানোর জন্যে গাদাগাদি ভিড় ।

গতকাল দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকার ধবনি গ্রামে একটি অনুষ্ঠানে এসে যোগ দেন ওই এলাকার বিধায়ক তথা আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায়সহ শাসক দলের অন্যান্য নেতাকর্মীরা । ধবনি গ্রামে একটি অনুষ্ঠানে ওই এলাকার বিভিন্ন মন্দিরের পুরোহিত এবং মসজিদের ইমামদের উপহার তুলে দেওয়া হয় । সঙ্গে সঙ্গে এই অনুষ্ঠানে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সাহায্যের জন্য চেক তুলে দেওয়া হয় জিতেন্দ্র তিওয়ারির হাতে ।

জিতেন্দ্র তিওয়ারি জানান, এই এলাকার সমস্ত পুরোহিত এবং ইমাম সাহেবদেরকে আজ সম্মানিত করা হল । বিভিন্ন পঞ্চায়েতের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সাহায্যের জন্য চেক দেওয়া হল ৷ আসানসোলে কোয়ারানটিন কেন্দ্রে যে সমস্যা হয়েছিল সেই সমস্যা মিটে গেছে বলে জানান জিতেন্দ্র তিওয়ারি ।

কিন্তু প্রশ্ন উঠছে অন্য জায়গায় ৷ তাহলে কি সামাজিক দূরত্ব মানছে না মানুষ? গতকাল দুর্গাপুরে প্রথম দুই কোরোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরজুড়ে ৷ এখন দেখার এই সংক্রমণের সংখ্যা কত দূরে পৌঁছায় ৷ তা নিয়ে চিন্তার ভাঁজ জেলা প্রশাসনিক কর্তা থেকে মহকুমা প্রশাসনিক কর্তাদের । কিন্তু সাধারণ মানুষের সচেতনতা কোথায়? জিতেন্দ্র তিওয়ারি সংবাদমাধ্যমের সামনে কথা বলার সময় যে ছবি ক্যামেরায় ধরা পড়ল তা দেখে বোঝাই যায় আমজনতা সামাজিক দূরত্ব বিষয়ে কতখানি সচেতন !

ABOUT THE AUTHOR

...view details