দুর্গাপুর, 11 মে : গতকাল দুর্গাপুরে প্রথম দুজন কোরোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেল । সেদিনই দুর্গাপুরের ধবনি গ্রামে আসানসোল পৌরনিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারি একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ মেয়র যখন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন, সেই সময় দেখা গেল প্রিয় নেতার পিছনে দাঁড়িয়ে মুখ দেখানোর জন্যে গাদাগাদি ভিড় ।
গতকাল দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকার ধবনি গ্রামে একটি অনুষ্ঠানে এসে যোগ দেন ওই এলাকার বিধায়ক তথা আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায়সহ শাসক দলের অন্যান্য নেতাকর্মীরা । ধবনি গ্রামে একটি অনুষ্ঠানে ওই এলাকার বিভিন্ন মন্দিরের পুরোহিত এবং মসজিদের ইমামদের উপহার তুলে দেওয়া হয় । সঙ্গে সঙ্গে এই অনুষ্ঠানে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সাহায্যের জন্য চেক তুলে দেওয়া হয় জিতেন্দ্র তিওয়ারির হাতে ।