আসানসোল, 4 এপ্রিল: 'এটা কি রেল স্টেশন ? না কি বিমানবন্দর !' আর কয়েক বছর পর আসানসোল রেল স্টেশনে (আসানসোল জংশন) এলে ঠিক এই প্রশ্নই জাগবে যাত্রীদের মনে ! বলছে, রেল কর্তৃপক্ষ ৷ কারণ,পূর্ব রেলের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এই রেল স্টেশনের খোলনলচে বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে তারা ৷ 500 কোটি টাকার খরচ করে ঢেলে সাজানো হবে আসানসোল রেল স্টেশনকে ৷ তথ্য বলছে, ঠিক যেভাবে বিমানবন্দরে ধাঁচে সাজিয়ে তোলা হয়েছে কর্ণাটকের বেঙ্গালুরু রেল স্টেশন, সেভাবেই সেজে উঠবে আসানসোল রেল স্টেশন ৷ মিলবে অত্যাধুনিক সমস্ত পরিষেবা ৷
স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, তাহলে কেমন দেখতে হবে বদলে যাওয়া আসানসোল রেল স্টেশন ? এরও জবাব দিয়েছে রেল কর্তৃপক্ষ ৷ আধুনিকীকরণ প্রকল্পের দু'টি মডেল ও ছবি প্রকাশ করেছে তারা ৷ পাশাপাশি, দেওয়া হয়েছে আরও নানা তথ্য ৷ সেই অনুসারে, নয়া স্টেশনে বিমানবন্দরের মতোই যাত্রীদের লটবহর পরীক্ষা করার ব্যবস্থা থাকবে ৷ যাত্রী নিরাপত্তায় দেওয়া হবে বাড়তি গুরুত্ব ৷ দফায় দফায় নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে তবেই ভিতরে ঢোকার ছাড়পত্র পাবেন যাত্রীরা ৷ ঝাঁ-চকচকে স্টেশনে বসার জায়গা থেকে শুরু করে ওয়েটিং রুম, পানীয় জল সরবরাহ পরিষেবা, শৌচালয় সবই হবে অত্যাধুনিক ৷ স্টেশনে থাকবে বায়ো টয়লেট ৷ ওয়েটিং রুমে থাকবে নানা ধরনের বিনোদনের উপকরণ ৷ থাকবে খাদ্য ও পানীয়ের পরিষ্কার, পরিচ্ছন্ন বিপণনী ৷