পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্পিডব্রেকার থেকে বিদ্যুৎ, নজরকাড়া প্রজেক্ট আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের - স্পিডব্রেকার থেকে বিদ্যুৎ তৈরির প্রকল্প

স্পিডব্রেকার থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে স্ট্রীট লাইট জ্বালানো থেকে শুরু করে আরও বিভিন্ন কাজে লাগানো যেতে পারে । পাশাপাশি বিদ্যুৎও সাশ্রয় হবে ।

Asansol  Engineering College made speed breaker project
নজরকাড়া প্রজেক্ট আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের

By

Published : Feb 5, 2020, 12:02 AM IST

আসানসোল , 4 ফেব্রুয়ারি : স্পিড ব্রেকার থেকেই উৎপাদন হতে পারে বিদ্যুৎ । এমনই নজরকাড়া প্রকল্পটি তৈরি করেছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীরা । ইতিমধ্যেই তা বিভিন্ন মেলায়ও প্রদর্শিত হয়েছে । সমস্ত জায়গায় সুনাম কুড়িয়েছে এই প্রকল্পটি ।

কলেজের শিক্ষক তন্ময় ঘোষের তত্ত্বাবধানে বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা তৈরি করেছে আধুনিক প্রযুক্তিনির্ভর এই যন্ত্রটি । হার্ড প্লাস্টিকে এটি তৈরি । ব্রেকারে চাপ পড়লেই তা বিশেষ পদ্ধতির মাধ্যমে ডায়নামোকে ঘোরাতে সাহায্য করে । আর তা থেকেই বিদ্যুৎ উৎপাদিত হয় । বিদ্যুৎ উৎপাদনের পর তা ব্যাটারিতে সঞ্চিত করে রাখা হয় । রাস্তায় দিনের বেলায় যদি যন্ত্রটি রেখে দেওয়া যায় তাহলে যানবাহন থেকেই বিদ্যুৎ উৎপাদিত হয়ে ওই ব্যাটারিতে সঞ্চিত হবেআর পরবর্তীকালে টাইমার দিয়ে এই সঞ্চিত বিদ্যুৎ থেকে জ্বালানো যেতে পারে স্ট্রিট লাইট । এমনটাই জানাচ্ছে কলেজের ছাত্রী শালিনী ঘোষ । পাশাপাশি আরও বিভিন্ন কাজে তা ব্যবহার করা যেতে পারে ।

জেনে নিন স্পিডব্রেকারের সাহায্যে কীভাবে উৎপাদিত হচ্ছে বিদ্যুৎ


বিভিন্ন গ্রামীণ এলাকায় যেখানে বিদ্যুৎ সংযোগ নেই সেইসব জায়গায় কাজে আসবে এই যন্ত্রটি । এমনটাই জানাচ্ছেন কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম ভট্টাচার্য । এখন কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকেরা চায় সরকার যেন এই বিষয়ে উদ্যোগী হয় । তবেই তারা এই কাজে সম্পূর্ণভাবে সফল হতে পারবে । পাশাপাশি স্পিড ব্রেকারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হলে নতুন দিশা খুলে যাবে ।

ABOUT THE AUTHOR

...view details