পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Asansol Durgapur Police: মহরমে অস্ত্র প্রদর্শন বা ডিজে নয়, নির্দেশিকা আসানসোল-দুর্গাপুর পুলিশের - মহরমের নির্দেশিকা দিল আসানসোল দুর্গাপুর পুলিশ

আসন্ন মহরমে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নয়া নির্দেশিকা দিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট । অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা, বাজানো যাবে না ডিজে ৷

Etv Bharat
মহরম নিয়ে বৈঠকে আসানসোল দুর্গাপুর কমিশনারেট

By

Published : Jul 25, 2023, 3:01 PM IST

মহরমের নয়া নির্দেশিকার কথা বললেন আসানসোল দক্ষিণ থানার পুলিশ আধিকারিক

আসানসোল, 25 জুলাই: মহরম যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে পালিত হয় সেই কারণে পুলিশের পক্ষ থেকে নির্দেশিকা দেওয়া হল । কোনও রকমের অস্ত্র প্রদর্শন করা চলবে না, বাজানো যাবে না ডিজে ৷ শুধু তাই নয় মহরমের তাজিয়া বেরোলে মদ্যপ অবস্থায় কেউ অংশ নিতে পারবে না । সোমবার রাতে এমনই নির্দেশিকা জারি আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ।

আগামী 28 ও 29 জুলাই মহরম পালিত হবে । আসানসোল শহরে যাতে এই মহরমকে ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে সোমবার রাতে একটি সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয় । আসানসোল পৌরনিগমের সভাগৃহে এই সমন্বয় বৈঠকের আয়োজন করে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট । এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সেন্ট্রাল দেবরাজ দাস, আসানসোল দক্ষিণ থানার পুলিশ আধিকারিক কৌশিক কুণ্ডু, আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়-সহ পৌর প্রতিনিধিরা । এই বৈঠকে বিভিন্ন ধর্মের, বিভিন্ন ভাষাভাষী মানুষ, সমাজকর্মীদের ডেকে পুলিশের পক্ষ থেকে বার্তা দেওয়া হয় যাতে মহরম সুষ্ঠু এবং সুন্দরভাবে পালিত হয় আসানসোলে ।

এই বিষয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ আধিকারিক কৌশিক কুণ্ডু বলেন, "2022 সালে আমরা অসাধারণভাবে মহরম উদযাপন করেছিলাম । আসানসোল নজির সৃষ্টি করেছিল । সেইরকম ভাবেই যাতে মহরম পালিত হয়, সেই জন্য এই সমন্বয়ে বৈঠকের আয়োজন করা হয়েছে ।"

কৌশিকবাবু আরও জানান, মোট 14টি মহরমের তাজিয়া আসানসোল দক্ষিণ থানা এলাকায় এবং 6টি তাজিয়া আসানসোল উত্তর থানা এলাকা থেকে এসে আসানসোল দক্ষিণ থানায় যোগ হবে । শহরে মোট 20টি তাজিয়া বের হবে । এই প্রত্যেকটি মহরম কমিটিতে 20 জন করে স্বেচ্ছাসেবক রাখা হবে । যাদেরকে পুলিশের পক্ষ থেকে আলাদা টি-শার্ট দেওয়া হবে । যাতে সহজেই তাদের চিহ্নিত করা যায় এবং ওই স্বেচ্ছাসেবকদের প্রতিটি তাজিয়ায় এই টি-শার্ট পরেই থাকতে হবে । যদি কোথাও কিছু ঘটনা ঘটে তখন এই 20 জন স্বেচ্ছাসেবকই ওই তাজিয়াকে নিয়ন্ত্রণ করবে ।

অন্যদিকে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে । এই নিয়ে কৌশিক কুন্ডু বলেন, "মহরমে কোনও অস্ত্র প্রদর্শন করা চলবে না । তাজিয়াতে কোনওরকমের অস্ত্র ব্যবহার নিষিদ্ধ । পাশাপাশি কোনও রকমের ডিজে বক্স বা ডিজে সাউন্ড বাজানো চলবে না । মদ্যপ অবস্থায় তাজিয়াতে কেউ অংশগ্রহণ করতে পারবে না । সুষ্ঠু এবং সুন্দরভাবে মহরম পরিচালনা করায় আমাদের উদ্দেশ্য ৷ আমরা এবং আসানসোল পৌরনিগম সব সময় পাশে আছি ।"

আরও পড়ুন : কোরিয়াতেও জোড়া সোনা! জুনিয়র শুটিং বিশ্বকাপে ফের বাজিমাত আসানসোলের অভিনবের

ABOUT THE AUTHOR

...view details