আসানসোল, 25 জুলাই: মহরম যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে পালিত হয় সেই কারণে পুলিশের পক্ষ থেকে নির্দেশিকা দেওয়া হল । কোনও রকমের অস্ত্র প্রদর্শন করা চলবে না, বাজানো যাবে না ডিজে ৷ শুধু তাই নয় মহরমের তাজিয়া বেরোলে মদ্যপ অবস্থায় কেউ অংশ নিতে পারবে না । সোমবার রাতে এমনই নির্দেশিকা জারি আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ।
আগামী 28 ও 29 জুলাই মহরম পালিত হবে । আসানসোল শহরে যাতে এই মহরমকে ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে সোমবার রাতে একটি সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয় । আসানসোল পৌরনিগমের সভাগৃহে এই সমন্বয় বৈঠকের আয়োজন করে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট । এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সেন্ট্রাল দেবরাজ দাস, আসানসোল দক্ষিণ থানার পুলিশ আধিকারিক কৌশিক কুণ্ডু, আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়-সহ পৌর প্রতিনিধিরা । এই বৈঠকে বিভিন্ন ধর্মের, বিভিন্ন ভাষাভাষী মানুষ, সমাজকর্মীদের ডেকে পুলিশের পক্ষ থেকে বার্তা দেওয়া হয় যাতে মহরম সুষ্ঠু এবং সুন্দরভাবে পালিত হয় আসানসোলে ।
এই বিষয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ আধিকারিক কৌশিক কুণ্ডু বলেন, "2022 সালে আমরা অসাধারণভাবে মহরম উদযাপন করেছিলাম । আসানসোল নজির সৃষ্টি করেছিল । সেইরকম ভাবেই যাতে মহরম পালিত হয়, সেই জন্য এই সমন্বয়ে বৈঠকের আয়োজন করা হয়েছে ।"