দুর্গাপুর, 26 অগস্ট : অবৈধ বালি কারবারের অভিযোগে ধৃত সুজয় পাল ওরফে কেবুর অস্থায়ী অফিসে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্তারা ৷ আজ কেবুকে সঙ্গে নিয়েই দুর্গাপুরের নিউটাউনশীপ থানার ডিভিসি মোড়ের অস্থায়ী অফিসে যায় আসানসোল-দুর্গাপুর পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ সেখানেই বেশ কিছুক্ষণ তল্লাশি চালায় তারা ৷
তল্লাশি চালানোর সময় একাধিক কাগজপত্র খতিয়ে দেখে তারা ৷ সেখান থেকে একাধিক তথ্য হাতে এসেছে পুলিশের ৷ শুধু অফিস নয় ৷ কেবুকে নিয়ে একাধিক জায়গায় তল্লাশি চালায় তারা ৷ বে-আইনি বালি কারবারের সঙ্গে যুক্ত নঈমনগরের বাসিন্দা পারভেজ আলি,তার ভাই সহ আরও প্রায় 6 জনকে খুঁজছে পুলিশ ।ওরা সবাই পলাতক । এরা বিগত প্রায় এক দশক ধরে বে-আইনি বালি কারবারের সঙ্গে যুক্ত । বে-আইনি বালি ঘাট থেকে কোটি কোটি টাকার বালি চুরি করে বিভিন্ন জায়গায় পাচার করত।