আসানসোল (পশ্চিম বর্ধমান), 8 মে: গরুপাচার মামলায় সুপ্রিম কোর্টের রক্ষাকবচ অনুযায়ী গত 27 এপ্রিল আসানসোল সিবিআই কোর্ট শর্তসাপেক্ষে আব্দুল লতিফের জামিন মঞ্জুর করেছিল । সোমবার সেই মামলার শুনানিতে জামিন পুনর্বহাল রইল লতিফের । তবে তাঁকে 4 দিন পরপর সিবিআইয়ের তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করার নির্দেশ দিয়েছেন বিচারক ।
গরুপাচার মামলায় সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিলেন মামলার অন্যতম অভিযুক্ত, বীরভূমের ইলামবাজারে গরুর হাট পরিচালনা করা আব্দুল লতিফ । সুপ্রিম কোর্ট তাঁকে 4 মে পর্যন্ত রক্ষাকবচ দিয়েছিল ৷ কিন্তু বর্তমানে গ্রীষ্মের ছুটির কারণে সুপ্রিম কোর্ট বন্ধ । তাই আইন মোতাবেক সেই রক্ষাকবচ পরবর্তী শুনানি পর্যন্ত একইভাবে বহাল থাকছে । গত 27 এপ্রিল সুপ্রিম কোর্টের রায়কে সামনে রেখেই ও নির্দেশ মেনে নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছিলেন আব্দুল লতিফ ।
আসানসোল সিবিআই আদালতে হাজিরা দেওয়ার পর তাঁকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয় । শর্ত ছিল আব্দুল লতিফের পাসপোর্ট জমা রাখতে হবে ও তিনদিন পরপর সিবিআইয়ের তদন্তকারী অফিসারের সঙ্গে আব্দুল লতিফকে দেখা করতে হবে ৷ আর তদন্তে সম্পূর্ণভাবে সহযোগিতা করতে হবে ।