আসানসোল, 16 নভেম্বর:নতুন বিরাট আধুনিক বাস টার্মিনাস । বাস দাঁড়ানোর জায়গা, টিকিট কাউন্টার থেকে শুরু করে যাত্রীদের উন্নত বসার জায়গা, রয়েছে লাইট । রয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার সুবিশাল প্রশাসনিক ভবন । তবু অজানা কারণে একদিনের জন্যও চালু হল না আসানসোলে নবনির্মিত এই বাস টার্মিনাস । গত আড়াই বছর ধরে বেড়েছে আগাছা, নষ্ট হচ্ছে রঙ, রক্ষণাবেক্ষণের অভাবে নতুন এই বাস টার্মিনাস ধ্বংসের দিকে এগোচ্ছে । অপচয় সাড়ে 6 কোটি !
দিন দিন বাড়ছে শহরে যানজট । আসানসোল বাজার অঞ্চল দিয়ে যাতায়াতের পথ ক্রমশ সংকীর্ণ হওয়ায় এবং বাসের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নাভিশ্বাস ওঠার অবস্থা শহরবাসীর । জিতেন্দ্র তিওয়ারি আসানসোলের মেয়র থাকাকালীন এই বিষয়টি লক্ষ্য করে রাজ্যের পরিবহণ সংস্থার কাছে আবেদন করেছিলেন, যদি শহরের বাস টার্মিনাসকে শহরের বাইরে নিয়ে যাওয়া হয়, তাহলে দূরপাল্লার বড় বাস সেখান থেকেই চলাচল করবে এবং সেক্ষেত্রে যানজটের এই সমস্যা কমে যাবে ।
আসানসোল পৌরনিগমের এই আবেদনে সাড়া দিয়েছিল রাজ্য পরিবহণ সংস্থা । সেইমতো সাড়ে 6 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় সিধু কানহু বাস টার্মিনাস । আসানসোল শহরে ঢোকার মুখে 19 নম্বর জাতীয় সড়কের পাশে কালিপাহাড়ি মোড়ে এই বাস টার্মিনাস নির্মিত হয় । 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাস টার্মিনাসের উদ্বোধন করেছিলেন । কিন্তু প্রায় আড়াই বছর হয়ে গেল, এই বাস টার্মিনাস সম্পূর্ণভাবে নির্মিত হয়ে গেলেও আজও পর্যন্ত এই বাস টার্মিনাস জনসাধারণের জন্য চালু হল না । আজও সেখানে কোনও বাস ঢোকে না । বিষয়টি নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক জলঘোলা শুরু হয়েছে ।