আসানসোল , 12 জুন : BJP মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পলের গ্রেপ্তারের প্রতিবাদে আসানসোলে বিক্ষোভ কর্মসূচি পালন করল BJP মহিলা মোর্চার আসানসোল সাংগঠনিক জেলা কমিটি । আসানসোল বাজার এলাকায় মিছিল ও প্রতিবাদ সভা করে এই কর্মসূচি পালন করে BJP । প্রতিবাদ সভায় নেতৃত্বে ছিলেন কাউন্সিলর আশা শর্মা ।
BJP নেতা সব্যসাচী দত্তের ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানানোর জন্য BJP মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পলকে গ্রেপ্তার করা হয় । এরপরই এই ঘটনার প্রতিবাদে আসানসোল শহরে BJP মহিলা মোর্চার পক্ষ থেকে মিছিল এবং পথসভা করা হয় ।
অগ্নিমিত্রা পল জন্মসূত্রে আসানসোলের মেয়ে । আর তাই আসানসোলের মেয়ের সঙ্গে এমন ব্যবহার করায় শহরের নারীরা গর্জে উঠলেন । গতকাল বিকালে কাউন্সিলর তথা BJP মহিলা মোর্চার নেত্রী আশা শর্মার নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয় । আসানসোল বাজার এলাকায় একটি মিছিল করেন মহিলা মোর্চা নেতৃত্ব এবং কর্মীরা । পরে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ।