পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মশাবাহিত রোগ প্রতিরোধে আসানসোল হয়ে উঠছে মডেল সিটি - Asansol become a Model city in vector control management

গতবছর আসানসোলে তেমন ভাবে থাবা বসাতে পারেনি ডেঙ্গি কিংবা অন্য কোনও মশাবাহিত রোগ । এবছরও যাতে সেই ধারা বজায় থাকে তাই আগেভাগেই কোমর বেঁধে নামতে চাইছে মহকুমা প্রশাসন । সেই বিষয়েই আসানসোলে জেলা শাসকের দপ্তরে এই সম্পর্কিত একটি উচ্চ-পর্যায়ের বৈঠক হয় কাল ।

Asansol
আসানসোল

By

Published : Mar 4, 2020, 8:48 AM IST

Updated : Mar 4, 2020, 9:03 AM IST

আসানসোল, 4 মার্চ: রাজ্যে ডেঙ্গির প্রকোপ ভয়াবহ রূপ ধারণ করলেও আসানসোলে ডেঙ্গি সেভাবে প্রভাব ফেলতে পারেনি, এমনটাই দাবি পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের । আসানসোল পৌরনিগমের কমিশনার তথা অতিরিক্ত জেলা শাসক খুরশিদ আলি কাদরি বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে আসানসোল মডেল সিটি হিসেবে গণ্য হচ্ছে ।

গত বছর আসানসোলে তেমন ভাবে থাবা বসাতে পারেনি ডেঙ্গু কিংবা অন্য কোনও মশাবাহিত রোগ । এবছরও যাতে সেই ধারা বজায় থাকে তাই আগেভাগেই কোমর বেঁধে নামতে চাইছে মহকুমা প্রশাসন । সেই বিষয়ে আসানসোলে জেলা শাসকের দপ্তরে এই সম্পর্কিত একটি উচ্চপর্যায়ের বৈঠক হয় কাল । অতিরিক্ত জেলা শাসক তথা আসানসোল পুরনিগমের কমিশনার খুরশিদ আলি কাদরির এই বৈঠক হয় । উপস্থিত ছিলেন নিকাশি ও জনস্বাস্থ্য বিভাগের সমস্ত আধিকারিকরাও ।

অতিরিক্ত জেলা শাসক তথা আসানসোল পুরনিগমের কমিশনার খুরশিদ আলি কাদরির বক্তব্য

বৈঠকের শেষে খুরশিদ আলি কাদরি জানান, গত বছর যেভাবে কাজ হয়েছে তাতে মশাবাহিত রোগ রোধে আসানসোল মডেল সিটি তৈরি হয়েছে। বিশেষ টিম আছে যারা বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করেন । নিয়মিত খবর নেন। এলাকায় কেউ অসুস্থ হলে তার কারণ খোঁজার চেষ্টা করা হচ্ছে । স্যানিটেশন বিভাগও দারুণ কাজ করেছে। এবছরও যাতে জল জমা না হয়, সেই বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি নিকাশিতে জোর দেওয়া হচ্ছে । কাজটিকে তৃণমূল স্তরে নিয়ে যাওয়া হবে। স্যানিটেশন ইনস্পেক্টরকে বলা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে ৷

Last Updated : Mar 4, 2020, 9:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details