আসানসোল, 13 ডিসেম্বর: কেউ ছোট ব্যবসা করেন, কিংবা কুটির শিল্পের সঙ্গে যুক্ত ৷ এমন বহু মানুষ আছেন যাঁরা সঠিকভাবে সরকারি প্রকল্প বা সুযোগসুবিধার কথা জানতে পারেন না ৷ তাঁদের এই সব বিষয়গুলি সম্পর্কে অবগত করতে এবং সাবলম্বি করার লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ নিয়েছে আসানসোলের বানওয়ারিলাল ভালোটিয়া কলেজ ৷ পাশাপাশি, ছাত্রছাত্রীদের ব্যবসায় উৎসাহিত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে ৷ আর এইসব নিয়েই বিশেষ একটি ক্যাম্পেইন ‘সাবলম্বন’-এর আয়োজন করেছে এই কলেজ (Initiative to Provide Larger Platform to MSME Businesses) ৷
বানওয়ারিলাল ভালোটিয়া কলেজের ক্যাম্পাসে আসানসোল শহরের ছোট বড় ব্যবসায়ীরা নিজেদের পসরা নিয়ে বসেছিলেন ৷ সেখানে তাঁদের ব্যবসা বড় করা, ক্রেতার সংখ্যা বাড়ানো, প্যাকেজিং, ডিজিটাল মার্কেটিং-সহ নানান বিষয়ে প্রশিক্ষণ দেন বিশেষজ্ঞরা ৷ সেই সঙ্গে এর ফলে সরকারি ক্ষেত্রে কী কী সুবিধা পাওয়া যাবে, ব্যাংক ঋণ পাওয়া-সহ নানান বিষয়গুলি সম্পর্কে ওই ছোট ব্যবসায়ীদের বোঝানো হয় ৷ পাশাপাশি, পড়ুয়াদের ব্যবসা ও স্টার্ট-আপের প্রতি উৎসাহ দেওয়ার কাজও হয় এই ক্যাম্পে ৷
এর জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়, একাধিক সরকারি আধিকারিক এবং চেম্বার্স অফ কমার্সের সদস্যদের ওই ক্যাম্পে বিশেষজ্ঞের ভূমিকায় নিয়ে আসা হয় ৷ আসানসোল বি বি কলেজের অধ্যক্ষ অমিতাভ বসু বলেন, ‘‘একদিকে যেমন ছোট ব্যবসায়ীদের ব্যবসা বাড়ানো, ক্রেতা তৈরি, প্যাকেজিং, ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে, কীভাবে তাঁরা নিজেদের ব্যবসাকে প্রাইভেট লিমিটেড পর্যায়ে নিয়ে যেতে পারবেন তা বোঝানো হয় ৷ পাশাপাশি, এর আইনগত সুবিধা, সরকারি সুবিধা, ব্যাংক লোন কীভাবে পাওয়া যাবে, এসব নিয়ে তথ্য দেওয়া হচ্ছে ৷’’