পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Larger Platform For MSME: ক্ষুদ্র ও কুটির শিল্পকে বড় ক্ষেত্র দিতে এগিয়ে এল আসানসোলের বিবি কলেজ - ক্ষুদ্র ও কুটির শিল্প

ক্ষুদ্র ও কুটির শিল্পকে আরও বড় ক্ষেত্র দিতে বিশেষ ক্যাম্পেনিংয়ের ব্যবস্থা করল আসানসোলের বিবি কলেজ (Initiative to Provide Larger Platform to MSME Businesses) ৷

Asansol BB College Takes Initiative to Provide Larger Platform to MSME Businesses
Asansol BB College Takes Initiative to Provide Larger Platform to MSME Businesses

By

Published : Dec 13, 2022, 7:59 PM IST

Updated : Dec 13, 2022, 8:16 PM IST

ক্ষুদ্র ও কুটির শিল্প

আসানসোল, 13 ডিসেম্বর: কেউ ছোট ব্যবসা করেন, কিংবা কুটির শিল্পের সঙ্গে যুক্ত ৷ এমন বহু মানুষ আছেন যাঁরা সঠিকভাবে সরকারি প্রকল্প বা সুযোগসুবিধার কথা জানতে পারেন না ৷ তাঁদের এই সব বিষয়গুলি সম্পর্কে অবগত করতে এবং সাবলম্বি করার লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ নিয়েছে আসানসোলের বানওয়ারিলাল ভালোটিয়া কলেজ ৷ পাশাপাশি, ছাত্রছাত্রীদের ব্যবসায় উৎসাহিত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে ৷ আর এইসব নিয়েই বিশেষ একটি ক্যাম্পেইন ‘সাবলম্বন’-এর আয়োজন করেছে এই কলেজ (Initiative to Provide Larger Platform to MSME Businesses) ৷

বানওয়ারিলাল ভালোটিয়া কলেজের ক্যাম্পাসে আসানসোল শহরের ছোট বড় ব্যবসায়ীরা নিজেদের পসরা নিয়ে বসেছিলেন ৷ সেখানে তাঁদের ব্যবসা বড় করা, ক্রেতার সংখ্যা বাড়ানো, প্যাকেজিং, ডিজিটাল মার্কেটিং-সহ নানান বিষয়ে প্রশিক্ষণ দেন বিশেষজ্ঞরা ৷ সেই সঙ্গে এর ফলে সরকারি ক্ষেত্রে কী কী সুবিধা পাওয়া যাবে, ব্যাংক ঋণ পাওয়া-সহ নানান বিষয়গুলি সম্পর্কে ওই ছোট ব্যবসায়ীদের বোঝানো হয় ৷ পাশাপাশি, পড়ুয়াদের ব্যবসা ও স্টার্ট-আপের প্রতি উৎসাহ দেওয়ার কাজও হয় এই ক্যাম্পে ৷

এর জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়, একাধিক সরকারি আধিকারিক এবং চেম্বার্স অফ কমার্সের সদস্যদের ওই ক্যাম্পে বিশেষজ্ঞের ভূমিকায় নিয়ে আসা হয় ৷ আসানসোল বি বি কলেজের অধ্যক্ষ অমিতাভ বসু বলেন, ‘‘একদিকে যেমন ছোট ব্যবসায়ীদের ব্যবসা বাড়ানো, ক্রেতা তৈরি, প্যাকেজিং, ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে, কীভাবে তাঁরা নিজেদের ব্যবসাকে প্রাইভেট লিমিটেড পর্যায়ে নিয়ে যেতে পারবেন তা বোঝানো হয় ৷ পাশাপাশি, এর আইনগত সুবিধা, সরকারি সুবিধা, ব্যাংক লোন কীভাবে পাওয়া যাবে, এসব নিয়ে তথ্য দেওয়া হচ্ছে ৷’’

আরও পড়ুন:লিফ আর্টে প্রিয় ফুটবলারদের সম্মান জ্ঞাপন আসানসোলের শিক্ষকের

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমরা মহিলা ব্যবসায়ীদের শেখাতে চাই, কীভাবে তাঁরা পুঁজি বাড়াতে পারবেন ৷ ব্যাংক বা বিভিন্ন এজেন্সি থেকে লোন পাবেন ৷ আমরা এটা ছাত্রছাত্রীদেরো শেখাতে চাই ৷ যাতে তাঁদের মাধ্যমে আরও অনেকে জানতে পারেন বিষয়টি ৷’’

ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের আধিকারিক উত্তম কুমার লাহা বলেন, ‘‘আমরা বিভিন্ন হস্তশিল্প মেলায় বা বিভিন্নভাবে এই কুটির শিল্প যাঁরা চালান, তাঁদের উৎপাদিত দ্রব্যকে বাজারজাত করার ব্যবস্থা করি ৷ পাশাপাশি, ব্যাংক ঋণেরও ব্যবস্থা করি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ৷ আরও যাঁরা এগিয়ে আসতে চান, তাদেরও আমরা উৎসাহিত করব ৷’’

রানিগঞ্জ চেম্বার অফ কমার্সের কার্যকরী সভাপতি রোহিত খৈতান বলেন, ‘‘আমরা সমস্ত রকম কারিগরি, লাইসেন্স সংক্রান্ত, পরিকাঠামো সংক্রান্ত বিষয়ে, প্রডাক্টের গুণগত মান ও উৎপাদনের মতো সমস্ত বিষয়ে ছোট ব্যবসায়ীদের পরামর্শ দিচ্ছি ৷ ওনারা যা সহযোগিতা চান, আমরা তা করতে প্রস্তুত ৷’’

Last Updated : Dec 13, 2022, 8:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details