আসানসোল, 6 জানুয়ারি: মহকুমা আদালতের এক আইনজীবীর খুনের ঘটনায় সরব হল আসানসোল বার অ্যাসোসিয়েশন । এই ঘটনার সঠিক তদন্ত চেয়ে এবং একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে চিঠি দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যসচিবকে । পাশাপাশি এই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে রাজ্যের আইন ও বিচার বিভাগীয় মন্ত্রী মলয় ঘটক থেকে শুরু করে স্বরাষ্ট্রসচিব, জেলা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও পুলিশ কমিশনারের কাছে ।
23 ডিসেম্বর আসানসোল মহকুমা আদালতের আইনজীবী অম্লান চৌধুরি নিখোঁজ হয়ে যান । 24 ডিসেম্বর আসানসোলে একটি পরিত্যক্ত বাড়ি থেকে রক্তাক্ত, সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে উদ্ধার করা হয় । তাঁর গলার নলিকাটা ছিল । আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, তাঁকে উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও ভরতি করতে হবে । এরপর দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয় ৷
এই ঘটনার পর তাঁর পরিবারের সদস্যরাও মুখ ফিরিয়ে নেয় বলে অভিযোগ । পাশাপাশি বেসরকারি হাসপাতালে চিকিৎসার বিপুল খরচ বহন করার মতো লোক ছিল না । সেই কারণে বার অ্যাসোসিয়েশনের বাকি আইনজীবীরা সিদ্ধান্ত নেন, অম্লানকে পুনরায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হবে । কিন্তু অভিযোগ ওই বেসরকারি হাসপাতাল টাকা ছাড়া অম্লানকে ছাড়তে রাজি হয়নি ৷ আসানসোল বার অ্যাসোসিয়েশনের তরফে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও অম্লানকে দুদিন নার্সিংহোম থেকে ছাড়া হয়নি বলে অভিযোগ ৷