পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আইনজীবী খুনের ঘটনায় সরব আসানসোল বার অ্যাসোসিয়েশন

23 ডিসেম্বর আসানসোল মহকুমা আদালতের আইনজীবী অম্লান চৌধুরি নিখোঁজ হয়ে যান । 24 ডিসেম্বর আসানসোলের একটি পরিত্যক্ত বাড়ি থেকে রক্তাক্ত, সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে উদ্ধার করা হয় । তাঁর গলার নলিকাটা ছিল ।

আইনজীবীর খুনের ঘটনায় সরব হল আসানসোল বার অ্যাসোসিয়েশন
আইনজীবীর খুনের ঘটনায় সরব হল আসানসোল বার অ্যাসোসিয়েশন

By

Published : Jan 7, 2021, 6:33 AM IST

আসানসোল, 6 জানুয়ারি: মহকুমা আদালতের এক আইনজীবীর খুনের ঘটনায় সরব হল আসানসোল বার অ্যাসোসিয়েশন । এই ঘটনার সঠিক তদন্ত চেয়ে এবং একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে চিঠি দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যসচিবকে । পাশাপাশি এই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে রাজ্যের আইন ও বিচার বিভাগীয় মন্ত্রী মলয় ঘটক থেকে শুরু করে স্বরাষ্ট্রসচিব, জেলা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও পুলিশ কমিশনারের কাছে ।

23 ডিসেম্বর আসানসোল মহকুমা আদালতের আইনজীবী অম্লান চৌধুরি নিখোঁজ হয়ে যান । 24 ডিসেম্বর আসানসোলে একটি পরিত্যক্ত বাড়ি থেকে রক্তাক্ত, সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে উদ্ধার করা হয় । তাঁর গলার নলিকাটা ছিল । আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, তাঁকে উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও ভরতি করতে হবে । এরপর দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয় ৷

এই ঘটনার পর তাঁর পরিবারের সদস্যরাও মুখ ফিরিয়ে নেয় বলে অভিযোগ । পাশাপাশি বেসরকারি হাসপাতালে চিকিৎসার বিপুল খরচ বহন করার মতো লোক ছিল না । সেই কারণে বার অ্যাসোসিয়েশনের বাকি আইনজীবীরা সিদ্ধান্ত নেন, অম্লানকে পুনরায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হবে । কিন্তু অভিযোগ ওই বেসরকারি হাসপাতাল টাকা ছাড়া অম্লানকে ছাড়তে রাজি হয়নি ৷ আসানসোল বার অ্যাসোসিয়েশনের তরফে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও অম্লানকে দুদিন নার্সিংহোম থেকে ছাড়া হয়নি বলে অভিযোগ ৷

আইনজীবীর খুনের ঘটনায় সরব হল আসানসোল বার অ্যাসোসিয়েশন

শুধু তাই নয়, আসানসোল বার অ্যাসোসিয়েশনের সভাপতি অমিতাভ মুখোপাধ্যায় জানান, ‘‘ওই দু’দিন অম্লানের কোনও চিকিৎসা করেনি দুর্গাপুরের ওই বেসরকারি হাসপাতাল ।’’ এরপর আসানসোল জেলা হাসপাতালে অম্লান চৌধুরীকে নিয়ে আসা হলে তাঁর মৃত্যু হয় ।

ঘটনায় ওই নার্সিংহোমের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলেছেন আসানসোল বার অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত মুখোপাধ্যায় । তিনি জানিয়েছেন, ‘‘ওই নার্সিংহোমের অমানবিক আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং অম্লান চৌধুরির খুনের ঘটনার সঠিক তদন্ত করতে আমরা মুখ্যসচিবকে চিঠি দিয়েছি ৷ সেই চিঠির প্রতিলিপি রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, থেকে শুরু করে স্বরাষ্ট্রসচিব, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা জজ ও পুলিশ কমিশনার সবাইকে জানিয়েছি ।"

আরও পড়ুন :- ব্যক্তিগত জীবনে উঁকি, ফটোগ্রাফারের বিরুদ্ধে বেজায় চটলেন অনুষ্কা

এই ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামীদিনে আসানসোল বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা রাস্তায় নামবেন বলে হুঁশিয়ারি দেন সভাপতি অমিতাভ মুখোপাধ্যায় ।

ABOUT THE AUTHOR

...view details