আসানসোল, 23 সেপ্টেম্বর :রুটিন তল্লাশি চলাকালীন বাংলা-ঝাড়খণ্ড সীমানা (Bengal Jharkhand Border) থেকে প্রচুর পরিমাণে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার (Arms Recovered) করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট । আজ দুপুরে বাংলা-ঝাড়খণ্ড সীমানার বরাকর চেকপোস্টে এক বাইক আরোহীকে দেখে সন্দেহ হয় পুলিশের । তাকে থামিয়ে তল্লাশি চালাতেই তার কাছে থাকা ব্যাগের ভিতর পাওয়া যায় 25টি সেভেন এমএম আগ্নেয়াস্ত্র এবং 46টি ম্যাগাজিন । আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম জানিয়েছেন, ধৃত ব্যক্তির নাম আস মহম্মদ ওরফে বাবলু । ধৃতের বাড়ি কুলটির কেন্দুয়া বাজারে ।
প্রতিদিনকার রুটিন মতো আজও বাংলা-ঝাড়খণ্ড সীমানায় বরাকর চেকপোস্টে চলছিল নাকা তল্লাশি । সেই সময় বাইক আরোহী এক ব্যক্তিকে সন্দেহ হতেই তাকে থামানো হয় । ওই ব্যক্তির কাছে একটি কালো ব্যাগ ছিল । সেই কালো ব্যাগ খুলে তল্লাশি চালাতেই দেখা যায় প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ওই ব্যাগের মধ্যে রয়েছে । তড়িঘড়ি তাকে কুলটি থানার বরাকর ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় ।
আরও পড়ুন:Mamata Banerjee : জাতীয় ইস্যু নিয়ে সরব তৃণমূল নেত্রী, ভবানীপুর থেকেই ভারত জয়ের বার্তা মমতার
এরপর দেখা যায় মোট 25টি আগ্নেয়াস্ত্র ওই ব্যক্তির কাছে রয়েছে । প্রত্যেকটি দেশি সেভেন এমএম বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । এ ছাড়াও 46টি ম্যাগাজিন উদ্ধার হয়েছে ওই ব্যক্তির কাছ থেকে । দিনে-দুপুরে বাইকে করে এত পরিমাণে অস্ত্র পাচারের এমন ঘটনা আগে সামনে আসেনি ।