কুলটি, 13 জুলাই: কুলটিতে ফের ধস আতঙ্ক ৷ এবার আলডি গ্রাম থেকে নিয়ামতপুর শহরে যাওয়ার মূল সড়কটি ধসের কবলে ৷ বেশ কয়েকটি বাড়িতে ফাটলও দেখা দিয়েছে ৷ প্রশ্ন উঠছে পুনরায় কি তবে বেআইনি কয়লা খনন চলছে ? যার ফলে এই ধসের ঘটনা ঘটল ? উল্লেখ্য, কুলটির আলডি গ্রামে বাম আমলে ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছিল বেআইনি কয়লা খনি বা ছোট ছোট র্যাটহোল ৷ গত কয়েকবছর বেআইনি সেই খনন বন্ধ ছিল ৷ কিন্তু, ফের ধস নামায় ফের প্রশ্ন উঠতে শুরু করেছে ৷
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাময়িকভাবে বেআইনি কয়লা খনন বন্ধ হওয়ার ফলে ধসের ঘটনা কয়েক বছর ঘটেনি ৷ কিন্তু, বুধবার রাতে ফের নতুন করে ধসের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে আলডি গ্রামে ৷ সেখান থেকে নিয়ামতপুর শহরে যাওয়ার মূল সড়কে ফাটল ধরেছে ৷ বিরাট বড় আকারের এই ফাটল ধরার কারণে ওই রাস্তা দিয়ে যান চলাচলও বন্ধ হয়ে গিয়েছে ৷ ফলে শহরের সঙ্গে আলডি গ্রামের এই মুহূর্তে যোগাযোগ বন্ধ ৷ বাসিন্দাদের নিয়ামতপুর যেতে হলে ঘুর পথ দিয়ে যেতে হচ্ছে ৷
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ফের নতুন করে বেআইনি কয়লা খনন শুরু হয়েছিল আলডির বিভিন্ন স্থানে ৷ যার ফলে বর্ষায় মাটি নরম হয়ে গিয়ে এই ধসের ঘটনা ঘটেছে ৷ শাসকদলের এক শ্রেণির নেতাদের মদতেই এই কয়লা খনিগুলি চলছে বলে অভিযোগ ৷ যদিও, তাঁরা ভয়ে কেউই ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না ৷