পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কুলটির নিয়ামতপুরে অস্ত্র কারখানার হদিশ, ধৃত 5 - Illegal arms factory in kulti

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সহায়তায় অস্ত্র কারখানার হদিশ পেল STF । গ্রেপ্তার পাঁচ ।

STF

By

Published : May 30, 2020, 12:07 AM IST

আসানসোল, 29 মে : কুলটির নিয়ামতপুরে হদিশ মিলল অস্ত্র কারখানার । গোপন সূত্রে খবর পেয়ে আজ নিয়ামতপুরের নুরনগর এলাকার একটি বাড়িতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সহায়তায় হানা দেয় স্পেশাল টাস্ক ফোর্স । বাড়িটি থেকে উদ্ধার হয় প্রচুর অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম । গ্রেপ্তার করা হয় পাঁচজনকে । আটক করা হয় বাড়ির মালিককে ।

ধৃতদের নাম মহম্মদ ইফরার আহমেদ, মহম্মদ আরিফ, সুরজ কুমার সাউ, উমেশ কুমার, অরুণ কুমার বর্মা । সকলেই ধানবাদের বাসিন্দা । বাড়ির মালিক মহম্মদ আশরাফ খান ওরফে আফসরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ।

বাড়িটি থেকে উদ্ধার হয়েছে 300 থেকে 350টি 7mm পিস্তলের যন্ত্রাংশ ছাড়াও বেশ কয়েকটি অসম্পূর্ণ পিস্তল । মোবাইল ফোন, নগদ টাকা পাওয়া গেছে । বাজেয়াপ্ত করা হয়েছে একটি মারুতি ভ্যান ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছর ফেব্রুয়ারি মাসে শওকত আনসারিকে কলকাতায় গ্রেপ্তার করা হয় । বিহারের মুঙ্গেরে বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে জড়িত ছিল সে । বর্তমানে শওকত প্রেসিডেন্সি জেলে রয়েছে । তাকেই জিজ্ঞাসাবাদ করে নিয়ামতপুরে আজ অভিযান চালিয়ে এই অস্ত্র কারখানার হদিশ পায় পুলিশ ।

খবর পেয়ে ওই এলাকায় যান আসানসোল পৌরনিগমের মেয়র পারিষদ মির হাসিম । তাঁর কথায়, “বছর খানেক ধরে ঘর ভাড়া দিয়ে রয়েছে এলাকায়, অথচ সকলেই অপরিচিত ।”

ABOUT THE AUTHOR

...view details