আসানসোল, 11 অগস্ট: গরুপাচার কাণ্ডের পরবর্তী শুনানি হবে 20 অগস্ট । ততদিন পর্যন্ত সিবিআই হেফাজতেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে । সিবিআই-এর বিশেষ আদালতের বিচারক এমনই নির্দেশ জারি করেছেন । একই সঙ্গে বিচারক জানিয়েছেন, আলিপুর কমান্ড হাসপাতালে অনুব্রত মণ্ডলের শারীরিক সমস্যা পর্যবেক্ষণের জন্য তিনজন চিকিৎসক নিয়ে একটি বিশেষ টিম তৈরি করা হবে । যারা প্রত্যেকদিন তাঁকে পর্যবেক্ষণ করবেন । পাশাপাশি সিবিআই হেফাজতকালে আইনজীবীরা তার সঙ্গে প্রতিদিন 30 মিনিট করে কথা বলতে পারবেন (Anubrata Mondal will be in CBI remand) ।
বৃহস্পতিবার সকালে বীরভূমের বাড়ি থেকে গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে । এরপরই ঠিক করা হয়, তাঁকে আসানসোল সিবিআই কোর্টে তোলা হবে । তারপরেই স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে ইসিএলের শীতলপুর গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয় । ইসিএলের চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন ৷ দুপুরে আসানসোল সিবিআই কোর্টে তোলা হয় দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে ।