আসানসোল, 25 অক্টোবর: আসানসোল সংশোধনাগারে (Asansol Jail custody) থাকাকালীন প্রায় 10 কেজি ওজন কমেছে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। আজ আসানসোল জেলা হাসপাতালে তাঁর রুটিন শারীরিক পরীক্ষা করানোর সময় এমন তথ্যই উঠে এসেছে । গত 25 অগস্ট আসানসোল জেলা হাসপাতালে প্রথম শারীরিক পরীক্ষা হয়েছিল অনুব্রতর (Anubrata Weight Loss)। তখন ওজন ছিল 110 কেজি । মঙ্গলবার পুনরায় তাঁর ওজন মাপা হয় । দেখা যায় প্রায় 101 কেজি ওজন হয়েছে অনুব্রত মণ্ডলের । যদিও হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের কাছে বীরভূমের তৃণমূল নেতা দাবি করেছেন, জেলের ওজন মাপার যন্ত্রে আরও দু'কেজি ওজন কম এসেছিল তাঁর ।
গত 10 অগস্ট গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছিলেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । প্রথমে সিবিআই হেফাজত এবং 24 অগস্ট থেকে তিনি বিচার বিভাগীয় হেফাজতে আসানসোল সংশোধনাগারে রয়েছেন । 25 অগস্ট আসানসোল জেলা হাসপাতালে প্রথমবার অনুব্রত মণ্ডল'কে নিয়ে আসা হয় । তারপর মঙ্গলবার অর্থাৎ 25 অক্টোবর নিয়ে আসা হল অনুব্রত মণ্ডলকে, দ্বিতীয়বার শারীরিক পরীক্ষার জন্য । আসানসোল জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্যকর্মীদের কাছে অনুব্রত মণ্ডল আক্ষেপ করে বলেছেন, "বোলপুরে থাকাকালীন কোনওদিন বোলপুর সরকারি হাসপাতালে যাইনি আমি, অথচ আসানসোলে থেকে দু'বার আসানসোল জেলা হাসপাতালে চলে এলাম ।"
প্রায় 1 ঘণ্টা ধরে অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষা হয় । আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসক নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে মোট চারজন ডাক্তার অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা করেন । এই চারজন ডাক্তারের মধ্যে একজন সার্জন ছিলেন । নতুন করে অনুব্রত মণ্ডলের কোনও শারীরিক ইমার্জেন্সি এই মুহূর্তে নেই বলেই জানিয়েছেন আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিলচন্দ্র দাস । পুরোনো ওষুধগুলিই চলবে তাঁর । বর্তমানে নতুন করে আর কোনও ওষুধ দেওয়া হয়নি ।