আসানসোল, 29 অক্টোবর: রাজনৈতিক প্রহসনের শিকার অনুব্রত মণ্ডল । তিনি শিবির বদল করলে কিংবা রাজনৈতিক সন্ন্যাস নিলে তবেই কি তিনি জামিন পাবেন ? আদালতে দাঁড়িয়ে জোর সওয়াল অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দুই আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত এবং অনির্বাণ গুহঠাকুরতার ।
পাশাপাশি প্রশ্ন উঠল, "কতদিন আর তদন্ত চলবে ? চার্জশিট জমা হওয়ার পরেও আদি অনন্তকাল ধরে তদন্ত চলবে, আর অনুব্রত মণ্ডল জেলে থাকবেন ?" এমন প্রশ্নে বিচারকও সিবিআই (CBI) আইনজীবীর কাছে জানতে চান, কতদিন আর তদন্ত ? সিবিআই আইনজীবী নির্দিষ্ট তারিখ জানাতে না পারলেও জানিয়েছেন দ্রুত শেষ হবে ।
37 দিন ধরে টানা আসানসোল সংশোধনাগারে থাকার পর পরবর্তী শুনানির জন্য শনিবার অনুব্রত মণ্ডলকে আসানসোল সিবিআই আদালতে নিয়ে আসা হয় । এদিন একদিকে প্রভাবশালী তত্ত্ব, অন্যদিকে রাজনৈতিক প্রহসন এই দুই বিষয় নিয়ে সরগরম হয়ে ওঠে সওয়াল জবাব ।
গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডল সংশোধনাগারে থাকাকালীনই তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা করেছে সিবিআই ৷ এদিন চার্জশিট প্রসঙ্গ শুনানিতে উঠলে অনুব্রত মণ্ডলের আইনজীবীরা প্রশ্ন তোলেন, চার্জশিটে অনুব্রত মণ্ডলকে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে কেন ?
অনুব্রত মণ্ডলের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত জানান, সিবিআই মূলত দু’টি বিষয়ের উপর সওয়াল করেছে ৷ এক, তিনি প্রভাবশালী, আর দুই তিনি তদন্তে কোনও সহযোগিতা করছেন না । ওঁকে সিবিআই প্রশ্ন করেছিল যে উনি এই মামলায় নির্দোষ কি না, অনুব্রত মণ্ডল সে ক্ষেত্রেও নিশ্চুপ থেকেছেন । পাশাপাশি চার্জশিটে সরাসরি তাঁকে প্রভাবশালী দেখানোর জন্য শাসক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বলে উল্লেখ করা হয়েছে । তাই নাকি তিনি প্রভাবশালী । তবে কি সিবিআই বলতে চেয়েছে, কেউ প্রভাবশালী তকমা হটাতে তাঁকে শিবির বদল করতে হবে, নাকি রাজনৈতিক সন্ন্যাস নিতে হবে ? তবে তিনি আর প্রভাবশালী থাকবেন না, এবং জামিন পাবেন ।"