আসানসোল, 9 সেপ্টেম্বর: আত্মবিশ্বাসী গরুপাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডল ৷ দলীয় সভা থেকে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "অনুব্রত মণ্ডলকে বীরের মতো জেল থেকে ছাড়িয়ে আনতে হবে ।" আর তারপরেই বেশ খানিকটা আশ্বস্ত দেখাল অনুব্রতকে (Anubrata Mondal allegedly involved in Cattle Smuggling Case felt confident after CM's comment) ।
শুক্রবার সকালে অনুব্রতকে (Anubrata Mondal) আসানসোল সংশোধনাগার থেকে বিধাননগর আদালতে নিয়ে যাওয়া হয় । গাড়িতে ওঠার সময় তৃণমূল নেতাকে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "জেলে তো কেউ আর একনাগাড়ে থাকে না । জেল থেকে ছাড়া পায় । আমিও নিশ্চয়ই ছাড়া পাব ।"