আসানসোল, 4 মার্চ:আসানসোল সংশোধনাগারে থাকাকালীন হুড়মুড় করে ওজন কমেছে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal health update) । 115 কেজি থেকে 91 কেজিতে নেমেছিলেন কেষ্ট । কিন্তু শনিবার আসানসোল জেলা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে দেখা যায় পূনরায় তাঁর ওজন বেড়েছে । গত 20 ফেব্রুয়ারির পর অনুব্রতর ওজন বেড়েছে 4 কেজি । আসানসোল জেলা হাসপাতাল সূত্রের খবর, তাঁর বর্তমান ওজন 95 কেজি ।
শনিবার স্বাস্থ্য পরীক্ষার পর অনুব্রত মণ্ডলের কোনও ইমারজেন্সি নেই বলেই জানিয়েছেন আসানসোল জেলা হাসপাতালের সুপার । এদিন স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে নিয়ে আসা হয় আসানসোল জেলা হাসপাতালে । চিকিৎসক সঞ্জিত চট্টোপাধ্যায়, সার্জন মহম্মদ এ আহমেদ এবং ফিজিশিয়ান অমিয় সিন্ধু দাস তাঁকে পরীক্ষা করে দেখেন । আধঘণ্টা ধরে স্বাস্থ্যপরীক্ষা হয় অনুব্রত মণ্ডলের ।
আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিলচন্দ্র দাস বলেন, "অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসকরা যে রিপোর্ট আমাকে দিয়েছেন তাতে কোনও মেডিক্যাল ইমারজেন্সি নেই তাঁর । তিনি যে ওষুধ খেতেন সেগুলিই চলবে ।" মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী, কেষ্টর রক্তচাপ 106/80, পালস রেট 82, অক্সিজেন মাত্রা 96 শতাংশ, র্যান্ডম ব্লাডসুগার 136 । অর্থ্যাৎ সবই প্রায় স্বাভাবিক । আসানসোল জেলা হাসপাতালের সার্জেন ডাক্তার এ আহমেদ অনুব্রত মণ্ডলের ফিসচুলা পরীক্ষা করে দেখেন । সেখান থেকে কোনও রক্তপাত হচ্ছে না বলে জানিয়েছেন তিনি ।