পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Anubrata Mondal Gains Weight: আবার 'হেভিওয়েট' হচ্ছেন কেষ্ট ! বাড়ল 4 কেজি ওজন

আসানসোল সংশোধনাগারে মাঝে ওজন ঝড়ে ছিল কেষ্টর ৷ কিন্তু এবার ওজন ঊর্ধ্বমুখী (Anubrata Mondal Gains Weight) ৷ 4 কেজি বাড়ল অনুব্রত মণ্ডলের ওজন ৷ এখন তাঁর ওজন 95 কেজি ৷

Anubrata Mondal Gains Weight
অনুব্রত মণ্ডল

By

Published : Mar 4, 2023, 5:41 PM IST

4 কেজি বাড়ল অনুব্রত মণ্ডলের ওজন

আসানসোল, 4 মার্চ:আসানসোল সংশোধনাগারে থাকাকালীন হুড়মুড় করে ওজন কমেছে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal health update) । 115 কেজি থেকে 91 কেজিতে নেমেছিলেন কেষ্ট । কিন্তু শনিবার আসানসোল জেলা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে দেখা যায় পূনরায় তাঁর ওজন বেড়েছে । গত 20 ফেব্রুয়ারির পর অনুব্রতর ওজন বেড়েছে 4 কেজি । আসানসোল জেলা হাসপাতাল সূত্রের খবর, তাঁর বর্তমান ওজন 95 কেজি ।

শনিবার স্বাস্থ্য পরীক্ষার পর অনুব্রত মণ্ডলের কোনও ইমারজেন্সি নেই বলেই জানিয়েছেন আসানসোল জেলা হাসপাতালের সুপার । এদিন স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে নিয়ে আসা হয় আসানসোল জেলা হাসপাতালে । চিকিৎসক সঞ্জিত চট্টোপাধ্যায়, সার্জন মহম্মদ এ আহমেদ এবং ফিজিশিয়ান অমিয় সিন্ধু দাস তাঁকে পরীক্ষা করে দেখেন । আধঘণ্টা ধরে স্বাস্থ্যপরীক্ষা হয় অনুব্রত মণ্ডলের ।

আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিলচন্দ্র দাস বলেন, "অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসকরা যে রিপোর্ট আমাকে দিয়েছেন তাতে কোনও মেডিক্যাল ইমারজেন্সি নেই তাঁর । তিনি যে ওষুধ খেতেন সেগুলিই চলবে ।" মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী, কেষ্টর রক্তচাপ 106/80, পালস রেট 82, অক্সিজেন মাত্রা 96 শতাংশ, র‍্যান্ডম ব্লাডসুগার 136 । অর্থ্যাৎ সবই প্রায় স্বাভাবিক । আসানসোল জেলা হাসপাতালের সার্জেন ডাক্তার এ আহমেদ অনুব্রত মণ্ডলের ফিসচুলা পরীক্ষা করে দেখেন । সেখান থেকে কোনও রক্তপাত হচ্ছে না বলে জানিয়েছেন তিনি ।

অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা করে তাঁকে হাসপাতালে ভরতি করার প্রয়োজনীয়তা অনুভব করেনি আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসকরা । বরং সমস্ত কিছু স্বাভাবিক পেয়ে তাঁকে পুনরায় সংশোধনাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে । তিনি নিজেও বিশেষ কোনও শারীরিক অসুবিধার কথা আসানসোল জেলা হাসপাতালে জানাননি । শুধু পরিবর্তিত হয়েছে তাঁর ওজন । গত 20 ফেব্রুয়ারি অনুব্রত মণ্ডলকে যখন আসানসোল জেলা হাসপাতাল স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছিল তখন তাঁর ওজন ছিল 91 কেজি । শনিবার মেপে দেখা যায় ওজন হয়েছে 95 কেজি । অর্থাৎ 4 কেজি ওজন বেড়েছে কেষ্ট মণ্ডলের মাত্র এই ক'দিনে (Anubrata Mondal Gains Weight) ।

শুধু তাই নয়, আসানসোল সংশোধনাগারে থাকাকালীন এই প্রথমবার ওজন বাড়ল অনুব্রত মণ্ডলের । প্রথম যখন তিনি সংশোধনাগারে থাকাকালীন আসানসোল জেলা হাসপাতালে এসেছিলেন তখন 115 কেজি ওজন ছিল তাঁর । তারপরে কমে ওজন । শনিবারের রিপোর্ট অনুযায়ী ফের নতুন করে অনুব্রত মণ্ডলের ওজন বেড়েছে । আসানসোল জেলা হাসপাতালে সুপার নিখিলচন্দ্র দাস জানিয়েছেন, এটা খুব একটা অস্বাভাবিক কিছু নয় ।

আরও পড়ুন: 'রক্তপাত হচ্ছে, ভীষণ ব্যথা !' বিচারককে বললেন কেষ্ট

ABOUT THE AUTHOR

...view details