পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Anubrata Mondal: জেলে থেকে একবছরে শুকিয়ে কাঠ স্থুলকায় কেষ্ট - তৃণমূল কংগ্রেস

Anubrata Mondal has Lost Weight: 2022 সালের 11 অগস্ট গ্রেফতার হন অনুব্রত মণ্ডল ৷ পেরিয়ে গেল এক বছর ৷ এই এক বছরে ক্রমশ ওজন কমেছে অনুব্রতর ৷ আসানসোল হাসপাতালে শেষবার পরীক্ষার সময় তাঁর ওজন ছিল 95 কেজি ৷ তিহাড়ে গিয়ে আরও ওজন কমেছে অনুব্রত মণ্ডলের ৷

Anubrata Mondal
Anubrata Mondal

By

Published : Aug 11, 2023, 7:06 PM IST

আসানসোল, 11 অগস্ট: গরুপাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে সিবিআই গ্রেফতার করেছিল ঠিক এক বছর আগে৷ হেফাজতে থাকাকালীন তাঁর ওজন কমার প্রবণতা বারবার দেখা গিয়েছে ৷ দিল্লির তিহাড় জেলেও কি সেই ধারা অব্যাহত রয়েছে ? আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর একটি মন্তব্যে তেমনই জল্পনা শুরু হয়েছে ৷

কী এমন মন্তব্য করেছেন ওই বিচারক, যা নিয়ে জল্পনা শুরু হল ! বৃহস্পতিবার আসানসোল সিবিআই আদালতে গরুপাচার মামলার শুনানি ছিল ৷ সেখানে দিল্লির তিহাড় জেল থেকে অনুব্রত মণ্ডলকে ভার্চুয়ালি হাজির করা হয় ৷ তাঁকে দেখে বিচারক মন্তব্য করেন, "আপনাকে অনেক রোগা লাগছে ৷" আর এর থেকেই জল্পনা শুরু হয়েছে যে তাহলে বোধহয় তিহাড়ে গিয়ে আরও ওজন কমিয়েছেন বীরভূমে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ৷

গ্রেফতার হওয়ার পর প্রথমদিন আসানসোল সিবিআই আদালতে অনুব্রত মণ্ডল

গত বছরের 11 অগস্ট গ্রেফতার হন অনুব্রত মণ্ডল ৷ তার পর শুরুতে তিনি ছিলেন সিবিআই হেফাজতে ৷ সেই মেয়াদ শেষের পর তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয় গত 25 অগস্ট ৷ সেই সময় আসানসোল জেলা হাসপাতালে রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে আনা হয়েছিল । সেই সময় তাঁর ওজন হয়েছিল 109.9 কেজি । চিকিৎসকদের কাছে অনুব্রত মণ্ডল সেবার নিজেই বিস্ময় বলেছিলেন, "আমার 120 কেজি ওজন ছিল ।"

আরও পড়ুন:অনুব্রতর গ্রেফতারির ১ বছর, জেলবন্দি 'কেষ্ট' এখনও বহাল দলীয় পদে

এরপর 20 নভেম্বর বুকে ব্যথা অনুভব করায় পুনরায় অনুব্রতকে স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে আসা হয়েছিল হাসপাতালে । তখন ওজন পরিমাপ করে পাওয়া যায় 100 কেজি । অর্থাৎ প্রথমবারের তুলনায় 10 কেজি ওজন তাঁর কমে গিয়েছিল । অনুব্রতর দাবিকে সত্যি ধরলে, বলা যেতে পারে 20 কেজি ওজন তাঁর কমেছিল তখন ।

20 ফেব্রিয়ারি তৃতীয় বারের জন্য তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয় আসানসোল জেলা হাসপাতালে । সেবার তাঁর ওজন হয় 91 কেজি । অর্থাৎ আসানসোল জেলা হাসপাতালের রেকর্ড অনুযায়ী গত 25 অগস্ট থেকে অনুব্রতর 19 কেজি ওজন কমেছিল । আর প্রথমবার জেলা হাসপাতালে এসে নিজের ওজন সম্পর্কে যা বলেছিলেন কেষ্ট, তাতে তাঁর ওজন কমেছিল 29 কেজি ।

শেষবার আসানসোল সিবিআই আদালতে অনুব্রত মণ্ডল

যদিও দিল্লি যাওয়ার আগে অনুব্রত মণ্ডলের এর থেকে কিছুটা ওজন বেশি পাওয়া গিয়েছিল । 7 মার্চ দিল্লি নিয়ে যাওয়া হয় অনুব্রতকে । 4 মার্চ তাঁর ওজন পরীক্ষা করে দেখা যায় 95 কেজি ওজন হয়েছে । অর্থাৎ শেষবারের চেয়ে 4 কেজি বেশি । কিন্তু তারপরেও রোগা হয়েছেন অনুব্রত । অন্তত বিচারকের চোখে সেটাই স্পষ্ট হয়েছে । যদিও কত ওজন বর্তমানে অনুব্রত মণ্ডলের, তা তিহাড় জেল সূত্রে পাওয়া যায়নি ।

আরও পড়ুন:রাজ্যে ফেরার পথ কি তবে বন্ধ কেষ্ট'র ? গরুপাচার মামলা দিল্লি নিয়ে যেতে চায় ইডি

প্রশ্ন উঠছে, কী করে ওজন কমছে অনুব্রত মণ্ডলের ? আসানসোল সংশোধনাগারে তেমন ওয়ার্কআউট করার জায়গা নেই । সামান্য হাঁটাহাঁটি করতেন অনুব্রত মণ্ডল বলে শোনা গিয়েছে । তাহলে কি একমাত্র পথ ডায়েট ? আসানসোল জেল সূত্রে জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের জন্য বিশেষ কোনও ব্যবস্থা হয় না । অন্যান্য কয়েদিদের জন্য যা হয় তাই তিনি খেতেন । তবে খুবই অল্প আহার গ্রহণ করেন অনুব্রত মণ্ডল ।

ABOUT THE AUTHOR

...view details