আসানসোল, 27 অক্টোবর: সংশোধনাগারে ভাইফোঁটার ব্যবস্থা হলেও অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ভাইফোঁটা পেলেন না । নিরাপত্তাজনিত কারণে হেভিওয়েট বন্দি অনুব্রত মণ্ডলের ভাইফোঁটা না করা গেলেও ভাইফোঁটায় (Bhaiphonta) স্বাদ বদল হল গরুপাচার কাণ্ডে অভিযুক্ত বীরভূমের কেষ্ট মণ্ডলের । এদিন জেলে ফ্রায়েড রাইস ও চিলি চিকেনের ব্যবস্থা করা হয় জেল কর্তৃপক্ষের পক্ষ থেকে । পাশাপাশি চাটনি মিষ্টিও ছিল । অল্প খেলেও অনুব্রত মণ্ডল এদিন ফ্রায়েড রাইস এবং চিলি চিকেনে মজে ছিলেন বলে জেল সূত্রে জানা গিয়েছে ।
গত 24 অগস্ট থেকে আসানসোল বিশেষ সংশোধনাগারে (Asansol Special Correctional Home) রয়েছেন গরুপাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডল । 25 অগস্ট তাঁর স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল । এরপর গত 25 অক্টোবর অনুব্রত মণ্ডলের পুনরায় স্বাস্থ্য পরীক্ষা হয় । জেলে অন্যান্য কয়েদিদের মতো তাঁকে খাবার দেওয়া হলেও বিশেষ ডায়েটে রয়েছেন এই তৃণমূল (Trinamool Congress) নেতা । আর সেই কারণেই তাঁর ওজন কমছে বলে জানা গিয়েছে । অনুব্রত মণ্ডলের সংশোধনাগারে থাকাকালীন প্রায় 9 কেজি ওজন কমেছে । তবু এরই মাঝে ভাইফোঁটার দিন স্বাদ বদল হল অনুব্রতর ।
জেল সূত্রে খবর, কালীপুজোর (Kali Puja) দিনে আসানসোল বিশেষ সংশোধনাগারে স্পেশাল মেনু করার কথা ছিল ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন । কিন্তু সেদিন অনেক বন্দির উপোস থাকায় সেদিনের পরিকল্পনা বাতিল করতে হয় । সেই মেনু ভাইফোঁটার দিনে করা হয়েছে ।