আসানসোল, 3 মার্চ: শুক্রবারই কি দিল্লি যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ? তা নিয়ে দোলাচলের মধ্যেই এদিন ফের তাঁকে নিয়ে শুনানি হল পশ্চিম বর্ধমানের আসানসোলের বিশেষ সিবিআই আদালতে ৷ তবে, এদিন তাঁকে সরাসরি আদালতে হাজির করানো হয়নি ৷ আসানসোল সংশোধনাগার থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশগ্রহণ করেন অনুব্রত ৷ এই শুনানিতে বিচারকের কাছে নিজের শারীরিক অসুস্থতার কথা তুলে ধরেন অনুব্রত (Anubrata Mondal on his Health) ৷ বিচারক তাঁকে সুচিকিৎসার আশ্বাস দেন ৷
বিচারক রাজেশ চক্রবর্তী অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসা করেন, "কেমন আছেন ?" এই প্রশ্নের উত্তরে অনুব্রত প্রথমে বলেন "ভালো আছি ৷" তারপরই বিচারককে জানান, তাঁর শরীরের একাংশে ক্ষত তৈরি হয়েছে ৷ সেখান থেকে রক্তপাত হচ্ছে ৷ ফলে ব্যথায় কষ্ট পাচ্ছেন তিনি ৷ প্রত্যুত্তরে বিচারক অনুব্রত মণ্ডলকে জানান, "আপনার জন্য সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হবে ৷"
এদিকে, অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে মরিয়া ইডি ৷ পালটা এই দিল্লিযাত্রা ঠেকাতে উঠে-পড়ে লেগেছেন তাঁর আইনজীবীরাও ৷ এ নিয়ে শুক্রবার সকালেই একপ্রস্থ শুনানি হয়ে গিয়েছে দিল্লি হাইকোর্টে ৷ কিন্তু, আদালত কোনও নির্দেশ দেয়নি ৷ বদলে এদিন বিকেল পর্যন্ত মামলা স্থগিত রাখা হয়েছে ৷ ওয়াকিবহাল মহল বলছে, এই প্রেক্ষাপটে দিল্লি হাইকোর্ট নতুন কোনও নির্দেশ না দেওয়া পর্যন্ত অনুব্রতকে নিয়ে দিল্লি রওনা দেওয়ার ক্ষেত্রে ইডি আধিকারিকদের সামনে আর কোনও বাধা নেই ৷