আসানসোল, 24 অগস্ট:তিনি গ্রেফতার হয়েছেন ৷ তাঁকে ঘিরে সমালোচনা থেকে কৌতুক কোনওকিছুই থামার লক্ষণ দেখা যাচ্ছে না ৷ তবে এখনও বীরভূমের ডাকাবুকো জেলা সভাপতির বিরুদ্ধে দলীয় স্তরে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ তিনিও দলের বিরুদ্ধে মুখ খোলেননি এখনও ৷ আর এবার আদালত কক্ষে জামা বদলেও দলের পছন্দের রংকেই প্রাধান্য দিলেন কেষ্ট(Anubrata Mandal News)৷ সাদা কুর্তায় ঢুকে বেরোলেন নীলে ৷ বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত বললেন, "কিছুই বলব না ।"
তৃতীয়বারের জন্য আসানসোল সিবিআই আদালতেAsansol CBI Special Court)এসে অনুব্রত মণ্ডল খোশ মেজাজেই রইলেন । শুনানির পরে পোশাকও বদল করলেন তিনি । অনুব্রত মণ্ডল বুধবার আদালতে ঢুকেছিলেন সাদা কুর্তা পরে । যখন বেরোলেন তখন তাঁর গায়ে নীল কুর্তা । অর্থাৎ, আদালতেই যে তিনি পোশাক বদল করেছেন তা আর বুঝতে বাকি রইল না(anubrata mondal changed kurta within court room)৷ তবে এদিন আর তিনি কলকাতার নিজাম প্যালেসে ফিরে গেলেন না, বরং আদালতের নির্দেশে তাঁকে যেতে হল আসানসোল বিশেষ সংশোধনাগারে । সেখানে আপাতত তাঁকে ছোট আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে । তবে খাট পেয়েছেন অনুব্রত মণ্ডল ।
আরও পড়ুন :অনুব্রতকে 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠাল আসানসোলের আদালত