আসানসোল, 25 নভেম্বর: গরুপাচার মামলায় 14 দিনের জেল হেফাজত শেষে অনুব্রত মণ্ডলকে শুক্রবার আসানসোল সিবিআই আদালতে তোলা হয় । কিন্তু এদিন তেমন সওয়াল জবাব হয়নি (Anubrata Mondal Bail Application was not Filed)। অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) আইনজীবীও এদিন জামিনের জন্য আবেদন করেননি । বিচারক অল্পক্ষণ সময়ের মধ্যেই অনুব্রত মণ্ডলকে আবারও জেল হেফাজতে পাঠান । আগামী 9 ডিসেম্বর পুনরায় শুনানি হবে আসানসোল সিবিআই আদালতে ।
গত 11 নভেম্বর অনুব্রত মণ্ডলকে আসানসোল সিবিআই আদালতে শেষবার তোলা হয়েছিল । তারপর বেশ কয়েকটি ঘটনা ঘটেছে । গত 14 দিনের জেল হেফাজতের মাঝে ইডি তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তদন্তে সহযোগিতা না করার জন্য গ্রেফতারের সিদ্ধান্ত নেয় । কিন্তু অ্যারেস্ট মেমোতে তিনি সই না করায় দিল্লি রাউস অ্যাভিনিউ কোর্টে (Delhi Rouse Avenue Court) অনুব্রত মণ্ডলকে হেফাজতে নেওয়ার জন্য ইডি আবেদন জানায় । সেই সংক্রান্ত একটি মামলার শুক্রবার হাইকোর্টে শুনানি হয় । পাশাপাশি আসানসোল সিবিআই আদালতেও শুক্রবার অনুব্রত মণ্ডলের শুনানি ছিল । যদিও তেমন কিছু সওয়াল জবাব এদিন হয়নি । অনুব্রত মণ্ডলের জামিনের জন্য কোনও আবেদন করেননি তাঁর আইনজীবী সোমনাথ চট্টরাজ ।