আসানসোল, 20 ফেব্রুয়ারি:এই নিয়ে তিনবার ৷ অনুব্রত মণ্ডলকে সংশোধনাগার থেকে সোমবার ফের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হল স্বাস্থ্য পরীক্ষার জন্য (Anubrata Mondal at Asansol District Hospital)৷ গাড়ি থেকে নামার সময় কেষ্ট বললেন, "শরীর ভালো নেই ।"
11 অগস্ট গরু পাচার মামলায় গ্রেফতার হন বীরভূমে জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল । তারপর থেকে প্রথমে সিবিআই হেফাজত হয়ে বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তিনি । ইতিমধ্যেই দু'বার তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছিল স্বাস্থ্য পরীক্ষার জন্য ।
প্রথমে গত 25 অগস্ট তাঁকে রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হয় । সেবার অবশ্য শারিরীক পরীক্ষা করে তেমন কিছু নতুন অসুস্থতা মেলেনি । অনুব্রত মণ্ডলের যে সমস্ত পুরনো রোগ ছিল বা যে সমস্ত ওষুধ তিনি খেতেন আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসকরা তাই তাঁকে খেয়ে যেতে বলেন । নতুন কোনও রোগের উপসর্গ পাওয়া যায়নি । দ্বিতীয়বার তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয় গত 20 নভেম্বর । বুকে সামান্য ব্যথা অনুভব করার কথা জেল সুপারকে জানাতেই তড়িঘড়ি অনুব্রতকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় শারীরিক পরীক্ষার জন্য । যদিও হাসপাতালে চিকিৎসকরা পরীক্ষা করে জানিয়েছিলেন বিপদের কিছু বিষয় নেই । ওষুধের তালিকায় নতুন ওষুধও যোগ হয়নি । যে 34টি ওষুধ তিনি খেতেন সেই ওষুধগুলিই পুনরায় চালিয়ে যেতে বলা হয় ।