আসানসোল, 2 এপ্রিল : আসানসোলে উপনির্বাচনের ভোট প্রচারে এসেও লালবাতি বসানো গাড়ির ব্যবহার করছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ৷ এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক (Anubrata Mandal is in controversy for using red beacon light in car during vote campaign in Asansol) ৷ বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন এই কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ৷ নির্বাচন কমিশনের বিষয়টি দেখা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি ৷ পাশাপাশি, কটাক্ষ শোনা গিয়েছে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের মুখেও ৷ যদিও তৃণমূল নেতা তথা আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় এর মধ্যে দোষের কিছু দেখছেন না ৷
আসানসোল লোকসভা উপনির্বাচনে অনুব্রত মণ্ডলকে বিশেষ দায়িত্ব দিয়েছে তৃণমূল । তিনি আসানসোলে প্রচারে আসছেন, কর্মিসভা করছেন । প্রতিটি জায়গাতেই তিনি যখন যাচ্ছেন, দেখা যাচ্ছে তাঁর গাড়িতে লাল বাতি বসানো আছে । এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক ৷ প্রশ্ন তুলেছেন এই উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ৷ তিনি বলেন, "কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিষয়টি দেখা উচিত । গাড়িতে লালবাতি বসিয়ে উনি ভোটারদের প্রভাবিত করছেন । ভোট প্রচারে গিয়ে কেউ লালবাতি ব্যবহার করতে পারেন না ৷"