পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Anubrata Mandal Is In Controversy : লাল বাতির গাড়ি চড়ে আসানসোলে প্রচারে অনুব্রত, শুরু বিতর্ক - Anubrata Mandal Is In Controversy

ভোট প্রচারে বেরিয়ে কেন লালবাতি বসানো গাড়ি ব্যবহার করছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal is using red beacon light in car during vote campaign in Asansol), তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি ও সিপিএম ৷

anubrata mandal controversy
লাল বাতির গাড়ি চড়ে আসানসোলে প্রচারে অনুব্রত, প্রশ্ন তুলছে বিজেপি ও সিপিএম

By

Published : Apr 2, 2022, 7:34 PM IST

আসানসোল, 2 এপ্রিল : আসানসোলে উপনির্বাচনের ভোট প্রচারে এসেও লালবাতি বসানো গাড়ির ব্যবহার করছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ৷ এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক (Anubrata Mandal is in controversy for using red beacon light in car during vote campaign in Asansol) ৷ বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন এই কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ৷ নির্বাচন কমিশনের বিষয়টি দেখা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি ৷ পাশাপাশি, কটাক্ষ শোনা গিয়েছে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের মুখেও ৷ যদিও তৃণমূল নেতা তথা আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় এর মধ্যে দোষের কিছু দেখছেন না ৷

আসানসোল লোকসভা উপনির্বাচনে অনুব্রত মণ্ডলকে বিশেষ দায়িত্ব দিয়েছে তৃণমূল । তিনি আসানসোলে প্রচারে আসছেন, কর্মিসভা করছেন । প্রতিটি জায়গাতেই তিনি যখন যাচ্ছেন, দেখা যাচ্ছে তাঁর গাড়িতে লাল বাতি বসানো আছে । এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক ৷ প্রশ্ন তুলেছেন এই উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ৷ তিনি বলেন, "কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিষয়টি দেখা উচিত । গাড়িতে লালবাতি বসিয়ে উনি ভোটারদের প্রভাবিত করছেন । ভোট প্রচারে গিয়ে কেউ লালবাতি ব্যবহার করতে পারেন না ৷"

আরও পড়ুন : ‘সিবিআই যা করছে ঠিক করছে’, বগটুই কাণ্ডে কেন্দ্রীয় সংস্থার তদন্তে খুশি অনুব্রত

বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিও ৷ তিনি বলেন, "প্রশাসন কীভাবে দলবাজ হয়ে গিয়েছে, নির্বাচন কমিশন কীভাবে চোখ-কান বন্ধ রেখেছে এটাই তার প্রমাণ । এতে সরাসরি নির্বাচনী বিধির লঙ্ঘন হচ্ছে ।" যদিও তৃণমূল নেতা তথা আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় এতে বিধি লঙ্ঘনের কিছু দেখছেন না ৷ তিনি বলেন, "পশ্চিমবঙ্গ সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি লালবাতি মঞ্জুর করেছেন ওঁর জন্য নিরাপত্তার খাতিরে । উনি তো আর আসানসোলে থাকেন না । আর মলয় ঘটকও সারা রাজ্যের মন্ত্রী । নির্বাচনী বিধি শুধু আসানসোলেই রয়েছে ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details