দুর্গাপুর, 8 অগাস্ট : স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে দুর্গাপুর নগরনিগমের 1 নম্বর বোরো অফিসে সোয়াব পরীক্ষার ব্যবস্থা করা হল আজ । মোট 84 জনের লালারস সংগৃহীত করা হয় । জানা গেছে, দুর্গাপুরের কাঁকসার মলানদিঘিতে কোরোনা হাসপাতলে এই সোয়াব পরীক্ষা হবে ।
দুর্গাপুর নগরনিগমের অ্যান্টিজেন পরীক্ষা - Free swab test from durgapur municipality
রাজ্যজুড়ে দিন দিন বাড়ছে কোরোনার প্রকোপ । বিশেষজ্ঞদের মতে , কোরোনা থেকে মুক্তি পেতে যত বেশি সংখ্যক মানুষের লালারস পরীক্ষা করা হবে ততই ভালো । তাই দুর্গাপুর নগরনিগমের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বোরো অফিসগুলিতে বিনামূল্যে সোয়াব পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে ।
কিন্তু, লকডাউনের দিনে কেন এই কর্মসূচি ? এর আগে কলকাতা পৌরসভার 127 নম্বর ওয়ার্ডের CPI(M) -এর কো-অর্ডিনেটর নিহার ভক্ত গত 5 অগাস্ট লকডাউনের দিনে নিজেদের ওয়ার্ডে অ্যান্টিজেন পরীক্ষা করাচ্ছিলেন বলে নিহার ভক্ত-সহ 10 জন CPI(M) কর্মী সমর্থককে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ ৷ এমনই অভিযোগ করেন CPI(M) নেতা পঙ্কজ রায় সরকার ।
রাজ্যজুড়ে দিন দিন বাড়ছে কোরোনার প্রকোপ । গতকাল রাতে কোরোনাতে আক্রান্ত দুর্গাপুর বেনাচিতি নতুন পল্লীর বাসিন্দা এক মহিলার মৃত্যু হয়েছে । যেভাবে দুর্গাপুর সংক্রমণ বাড়ছে তাতে আরও বেশি মানুষের সোয়াব পরীক্ষার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে । বিশেষজ্ঞ চিকিৎসকরা বারবার বলেছিলেন , এই ভাইরাস সংক্রমণ থেকে মুক্তি পেতে যত বেশি সংখ্যক মানুষের লালারস পরীক্ষা করা হবে তত ভালো । তাই এবার দুর্গাপুর নগরনিগমের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বোরো অফিসগুলিতে বিনামূল্যে সোয়াব পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে । 4 অগাস্ট 4 নম্বর বোরো এবং 6 অগাস্ট 2 নম্বর বোরোতে লালারস সংগৃহীত করার কাজ হয়েছে । দুর্গাপুরের কাঁকসার মলানদিঘিতে কোরোনা হাসপাতলে এই সোয়াব পরীক্ষা হবে ।