পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

DSP Accident: দুর্গাপুর ইস্পাত কারখানার দুর্ঘটনায় মৃত্যু হল আরও এক ঠিকা শ্রমিকের

গত রবিবার দুর্গাপুর ইস্পাত কারখানায় (Durgapur Steel Plant) এক দুর্ঘটনায় এক ঠিকা শ্রমিকের মৃত্যু হয় ৷ তিনজন আহত হন ৷ আহতদের মধ্যে একজন মঙ্গলবার ভোরে মারা গিয়েছেন ৷ এখনও চিকিৎসাধীন দু’জন ৷

Another labour died in the Durgapur Steel Plant accident
DSP Accident: দুর্গাপুর ইস্পাত কারখানা দুর্ঘটনা, মৃত্যু হল আরও একজনের

By

Published : Nov 22, 2022, 2:42 PM IST

দুর্গাপুর, 22 নভেম্বর: দুর্গাপুর ইস্পাত কারখানার (Durgapur Steel Plant) দুর্ঘটনায় মৃত বেড়ে 2 । আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও দু’জনের । মঙ্গলবার ভোরে মৃত্যু হয় চিকিৎসাধীন আরও এক ঠিকা শ্রমিকের । চিকিৎসাধীন অবস্থায় মৃত ঠিকা শ্রমিকের নাম গোপী রাম ৷ বয়স আনুমানিক 35 ।

রবিবার দুর্গাপুর ইস্পাত কারখানায় (DSP) স্লাগ ভর্তি হট ল‍্যাডেলের লক পিন খুলে স্লাগ ছিটকে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ঠিকা শ্রমিক পল্টু বাউরির । আশঙ্কাজনক আরও তিনজন শ্রমিককে প্রথমে দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে ভরতি করা হয় ৷ পরে তাঁদের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ।

মৃত্যু হল আরও এক ঠিকা শ্রমিকের

দু’দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোরে মৃত্যু হয় চিকিৎসাধীন গোপী রাম নামের আরও এক ঠিকা শ্রমিকের । এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন প্রশান্ত বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত ঘোষ নামের দুই ঠিকা শ্রমিক । এই ঘটনার পরেই ব্লাস্ট ফার্নেস বিভাগের দুই জেনারেল ম্যানেজারকে সাসপেন্ড করে সেইল (SAIL) কর্তৃপক্ষ । এই ঘটনার পরে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয় সেইলের পক্ষ থেকে ।

DSP Accident: দুর্গাপুর ইস্পাত কারখানার দুর্ঘটনায় মৃত্যু হল আরও এক ঠিকা শ্রমিকের

আইএনটিটিইউসি (INTTUC) নেতা শেখ সাহাবুদ্দিন জানান, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে ৷ তারা আর্থিক সাহায্যের বিষয়ে সম্মত হয়েছে ৷ তাছাড়া মৃতদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে ৷

আরও পড়ুন:দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনায় মৃত কর্মী, আহত 3

ABOUT THE AUTHOR

...view details