আসানসোল, 14 জুন : অনীশ মাজি। বাড়ি আসানসোলের বড়তোড়িয়া গ্রামে। বাবা মনোজ মাজি বাড়ি-বাড়ি গ্যাস পৌঁছনোর কাজ করেন। মা টুটুল মাজি গৃহবধূ । জন্ম থেকেই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত অনীশ । মাঝেমধ্যেই ঝিমিয়ে পড়ে সে। শরীরে কোনও বল পায় না । দিনের বেশিরভাগ সময় শুয়েই থাকতে হয় । শরীরে নিয়মিত ব্যবধানে প্রয়োজন হয় রক্তের। মাসে দু'বোতল করে রক্ত লাগে। কোনও কোনও মাসে আবার সেটা তিন বোতলও হয়ে যায় (Anish Maji succeed in Higher Secondary Exam)।
এত প্রতিকূলতার মধ্যেও নিজের লক্ষ্যে অবিচল অনীশ । অদম্য জেদকে সম্বল করে 2022 উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করেছে। রাষ্ট্রবিজ্ঞানে এসেছে লেটার মার্কস । কিন্তু ভবিষ্যৎ কী ? তা ভেবে আকুল দিন আনা দিন খাওয়া অনীশের পরিবার । চিকিৎসার খরচ ওঠাতেই যেখানে হিমশিম খেতে হয় , উচ্চশিক্ষা তো সেখানে বিলাসিতা ।