পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Andal to Jaipur Flight: 'অণ্ডাল টু জয়পুর', ইস্পাতনগরী থেকে গোলাপি শহর এবার মাত্র 4 ঘণ্টায় ! - Kazi Nazrul Islam Airport

বাংলার সঙ্গে রাজস্থানের যোগাযোগ আরও সহজ হতে চলেছে ৷ 30 মে অণ্ডাল থেকে জয়পুর পর্যন্ত বিমান চলাচল শুরু হবে ৷ সপ্তাহে তিন দিন এই পরিষেবা চলবে ৷ অণ্ডাল থেকে ছেড়ে পটনা হয়ে বিমান জয়পুর পর্যন্ত যাবে বলে জানা গিয়েছে ৷

Andal Airport
অণ্ডাল বিমানবন্দর

By

Published : Apr 4, 2023, 9:08 AM IST

Updated : Apr 4, 2023, 9:18 AM IST

দুর্গাপুর, 4 এপ্রিল: এবার রাজ্যের শিল্পশহরের সঙ্গে দেশের গোলাপি শহরের যোগাযোগ আকাশপথে ৷ দেশের মধ্যে সর্বপ্রথম বেসরকারি অণ্ডাল বিমানবন্দর থেকে এবার রাজস্থানের জয়পুরের মধ্যে বিমান চলাচল করবে ৷ প্রসঙ্গত, জয়পুর গোলাপি শহর বা পিঙ্ক সিটি নামে পরিচিত ৷ অণ্ডাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, এই পরিষেবা চালু হতে চলেছে ৷ আপাতত সপ্তাহে তিন দিন অণ্ডাল থেকে জয়পুরে বিমান ওঠা-নামা করবে ৷ মরু শহরের সঙ্গে শিল্প শহরের যোগাযোগে মাত্র 4 ঘণ্টা সময় লাগবে ৷ এই মুহূর্তে অণ্ডাল থেকে দিল্লি ছাড়াও বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই এবং মুম্বই বিমান পরিষেবা সাফল্যের সঙ্গেই চলছে ৷

সূত্রে জানা গিয়েছে, আগামী 30 মে থেকে সপ্তাহে তিন দিন অণ্ডাল থেকে রাজস্থানের জয়পুর পর্যন্ত বিমান পরিষেবা চালু হতে চলেছে ৷ আপাতত মঙ্গল, বৃহস্পতি ও শনি- এই তিন দিন দুর্গাপুর থেকে জয়পুর এবং জয়পুর থেকে দুর্গাপুর বিমান চলাচল করবে ৷ আসানসোল ও দুর্গাপুরের বাসিন্দারা ছাড়াও অণ্ডাল বিমানবন্দর হয়ে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমানের বহু মানুষ যাতায়াত করেন । এমনকী প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের বাসিন্দারাও এই বিমানবন্দরের সুবিধে নেন ।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, অণ্ডাল থেকে জয়পুর পর্যন্ত বিমান পরিষেবায় আসা-যাওয়ার পথে বিহারের রাজধানী পটনা বিমানবন্দরেও বিমানটি অবতরণ করবে ৷ পটনা বিমানবন্দরে 30 মিনিটের জন্য সংশ্লিষ্ট বিমানটি থাকবে ৷ পটনাতেও যাত্রীরা ওঠা-নামা করতে পারবেন। এরপর গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে বিমান ৷

সপ্তাহে তিন দিন দুপুর 12 টায় জয়পুর থেকে বিমান উড়বে এবং তা পটনা হয়ে অণ্ডালে এসে পৌঁছবে বিকেল সাড়ে 3টের সময় ৷ আবার সেই বিমানটিই অণ্ডাল থেকে বিকেল 4টের সময় উড়ে পটনা হয়ে সন্ধ্যা 7.50 মিনিট নাগাদ পৌঁছবে রাজস্থানের জয়পুরে ৷ এই মুহূর্তে দুর্গাপুর-সহ আশপাশের জেলার বহু ছাত্র-ছাত্রী রাজস্থানে পড়াশোনা করতে যান ৷ পাশাপাশি রাজস্থানের বিভিন্ন পর্যটন কেন্দ্রে রাজ্যবাসী বছরের বিভিন্ন সময় ঘুরতে যান ৷ এই বিমান যোগাযোগের ফলে দুই রাজ্যের পর্যটনেও আলাদা একটা মাত্রা নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে ৷

বাম আমলে 2009 সালে বেসরকারি অণ্ডাল বিমান নগরী তৈরির জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হয় ৷ দেশের মধ্যে এমন উদ্যোগ প্রথম নেয় তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার ৷ 11টি মৌজার প্রায় 2 হাজার 300 একর জমি অধিগৃহীত হয় ৷ 2011 সালে রাজনৈতিক পালাবদলের পর কাজ শেষ হয় ৷ রাজ্য পরিবহণ দফতরের উদ্যোগে প্রথম অণ্ডাল বিমানবন্দর থেকে কলকাতা পর্যন্ত এয়ার ট্যাক্সি পরিষেবা চালু হয় ৷

এরপর দিল্লি পর্যন্ত এয়ার ইন্ডিয়ার সাপ্তাহিক বিমান পরিষেবা চালু হয় ৷ কিন্তু যাত্রীর অভাবে মুখ থুবড়ে পড়ে অণ্ডাল থেকে দিল্লি পর্যন্ত বিমান পরিষেবা ৷ পরে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অন্ডাল থেকে দিল্লি পর্যন্ত এয়ার ইন্ডিয়ার বিমান যোগাযোগ শুরু হয় । এরপর দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে এক এক করে আকাশপথে সংযোগ স্থাপন হতে থাকে ৷

আরও পড়ুন: প্রথম এমন অভিজ্ঞতা, তবুও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন; জানালেন অণ্ডাল বিমানবন্দরের ডিরেক্টর

Last Updated : Apr 4, 2023, 9:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details