দুর্গাপুর, 10 সেপ্টেম্বর : অন্ডালে পেট্রল পাম্পে ডাকাতি কাণ্ডে কলকাতা থেকে ধরা পড়ল দুই দুষ্কৃতী । 2 সেপ্টেম্বর 19 নম্বর জাতীয় সড়কের পাশে দুবচূরুড়িয়া মোড়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে একটি পেট্রোল পাম্পে । সেই ঘটনাতেই ওই দু’জনকে ধরা হয়েছে ৷
আরও পড়ুন:Wounded Man Rescue: গলায় গভীর ক্ষত, আসানসোলে রক্তাক্ত অবস্থায় হকার উদ্ধার
ওই ঘটনায় গভীর রাতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে পাম্প কর্মীদের মারধর করে ডাকাত দল লক্ষাধিক টাকা লুঠ করে চম্পট দেয় । সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে অন্ডাল থানার পুলিশ । ঘটনার সাতদিনের মাথায় তদন্তে বড়সড় সাফল্য পেল অন্ডাল থানার পুলিশ । সিসিটিভিতে ওই গাড়ির নম্বর দেখা না গেলেও গাড়ির গায়ে লাগানো একটি স্টিকারই তুরুপের তাস হয়ে ওঠে পুলিশের কাছে ।
বৃহস্পতিবার কলকাতার উল্টোডাঙা থেকে ওই গাড়ির চালক মহম্মদ শাহনওয়াজ ও অপর এক দুষ্কৃতী আরশাদ আলিকে পাকড়াও করে পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ডাকাতদলটি বিভিন্ন জেলায় ডাকাতির উদ্দেশ্যে বেরিয়েছিল । বিভিন্ন এলাকা রেইকি করার পর এরা ঝাড়খণ্ড যায় । সেখান থেকে ফেরার সময়ে খালি হাতে বাড়ি ফিরতে হবে বুঝেই রাতে হানা দেয় অন্ডালের পেট্রল পাম্পে ।