দুর্গাপুর, 31 জুলাই: এবার আকাশপথে অতি সহজেই পণ্য পরিবহণের লক্ষ্যে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে উদ্বোধন হল কার্গো টার্মিনালের । সোমবার এই টার্মিনালের উদ্বোধন করলেন রাজ্যের শিল্প বাণিজ্য ও উদ্যোগ দফতরের মন্ত্রী শশী পাঁজা । দ্রুততার সঙ্গে একদিকে যেমন কাঁচা শাকসবজি, মাছ আমদানি ও রপ্তানি করা যাবে, ঠিক তেমনই খুচরো জিনিসপত্র, ওষুধ-সহ বহু অত্যাবশ্যক সামগ্রী আমদানি এবং রফতানি সম্ভব হবে ।
বর্তমানে দু’টি বেসরকারি উড়ানের মাধ্যমে পণ্য পরিবহণ করা হবে । দেশের মধ্যে প্রথম বেসরকারি গ্রিনফিল্ড অন্ডাল বিএপিএল (বেঙ্গল এরোট্রোপলিস প্রজেক্ট লিমিটেড) বিমানবন্দর কর্তৃপক্ষ আশাবাদী যে বছরে 25 হাজার মেট্রিক টনের উপর পণ্য পরিবহণ করা সম্ভব হবে এই কার্গো পরিষেবা চালু হওয়ার পরে ।
আরও পড়ুন:অন্ডাল বিমানবন্দর থেকে মনোরেল, স্পিড বাস চালুর পরিকল্পনা মুখ্যমন্ত্রীর
কাজী নজরুল ইসলাম বিমানবন্দরকে নতুনভাবে সাজিয়ে তোলার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করারও পরিকল্পনাও নিচ্ছেন বলে জানান মন্ত্রী শশী পাঁজা ।
উদ্বোধনের পর রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, "অন্ডাল বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করার লক্ষ্য রাজ্যের মুখ্যমন্ত্রীর । দেশের মধ্যে সর্বপ্রথম এই বেসরকারি গ্রিনফিল্ড বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন বিএপিএল কর্তৃপক্ষ । কার্গো টার্মিনালটি অত্যাধুনিক মানের করা হয়েছে ৷ দমদম ও বাগডোগরার চাপ কমবে অন্ডাল বিমানবন্দরে উড়ানপথে পণ্য পরিবহণ শুরু হওয়ার কারণে ।"
আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের পাশাপাশি বিভিন্ন জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম-সহ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড ও বিহারের বিস্তীর্ণ এলাকার ব্যবসায়ীরাও উপকৃত হবেন এই কার্গো পরিষেবা চালু হওয়ার পরে । অন্ডাল থেকে মুম্বই, চেন্নাই, হায়দ্রাবাদ, দিল্লি অর্থাৎ দেশের বৃহত্তম শহরগুলিতে আকাশপথে পণ্য পরিবহণ পরিষেবা চালু হল আজ থেকেই । দিল্লি ও মুম্বই থেকে (দু’টি ফ্লাইট), চেন্নাই, হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরু থেকে প্রতিদিন ছ’টি ফ্লাইট যাতায়াত করবে এই বিমানবন্দরের নয়া টার্মিনাল থেকে ।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই কার্গো টার্মিনালটি ক্রমবর্ধমান লজিস্টিক শিল্পের চাহিদা পূরণের জন্য তৈরি হয়েছে ৷ বিমানবন্দরের এই নবনির্মিত কার্গো টার্মিনালটি অত্যাধুনিক সুরক্ষা দিতে প্রস্তুত । এক্স-বিআইএস মেশিন থেকে শুরু করে থাকছে সর্বক্ষণের সিসিটিভি (ক্যামেরার) নজরদারি, অত্যাধুনিক অগ্নি নির্বাপক ব্যবস্থা, অতিরিক্ত অফিসের জন্য জায়গা এবং অন্যান্য সুবিধা থাকছে । এই টার্মিনালটি এমন ভাবেই তৈরি করা হয়েছে এবং সাজানো হয়েছে, যেন এয়ার কার্গো চলাচলে আরও সহজ হয় ।
আরও পড়ুন:দ্রুত পণ্য পরিবহণে দু'টি বিশেষ মালবাহী করিডোর ভারতীয় রেলের