দুর্গাপুর, ১৮ ফেব্রুয়ারি : সোশাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করে সাসপেন্ড নোটিশ পেলেন LIC-র এক কর্মী। তিনি দুর্গাপুরের বিধাননগরের বাসিন্দা কৃষ্ণেন্দু চৌধুরি। গত ১৪ ফেব্রুয়ারি জঙ্গি হামলায় ৪৫ জন জওয়ানের মৃত্যুর পর তিনি লেখেন, "পুলওয়ামার ঘটনা যেমন বেদনাদায়ক তেমন নিরীহ শিশু ও সাধারণ মানুষের মৃত্যুও সমানভাবে বেদনাদায়ক। সরকার গণহত্যা চালাচ্ছে।" কৃষ্ণেন্দুর দাবি, এই কারণে সোশাল মিডিয়াতে তাঁকে বহু অশ্লীল কথার সম্মুখীন হতে হয় এবং তাঁর নামে অভিযোগও দায়ের হয়। এরপর LIC আধিকারিকরা তাঁকে বাড়িতে না পেয়ে বাড়ির দরজাতে সাসপেন্ড নোটিশ টাঙিয়ে দিয়ে যান।
"সরকার গণহত্যা চালাচ্ছে", ফেসবুকে বিতর্কিত পোস্ট করে সাসপেন্ড LIC কর্মী - lic
সোশাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করে সাসপেন্ড নোটিশ পেলেন LIC-র এক কর্মী। গত ১৪ ফেব্রুয়ারি জঙ্গি হামলায় ৪৫ জন জওয়ানের মৃত্যুর পর তিনি লেখেন, "পুলওয়ামার ঘটনা যেমন বেদনাদায়ক তেমন নিরীহ শিশু ও সাধারণ মানুষের মৃত্যুও সমানভাবে বেদনাদায়ক। সরকার গণহত্যা চালাচ্ছে।"
কৃষ্ণেন্দু বলেন, "আমি জওয়ানদের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ। পাশাপাশি নিরীহ শিশু, আমজনতার মৃত্যুকেও সমান কষ্টের বলার সাথে সাথে সরকার গণহত্যা চালাচ্ছে লিখি। এরপর আমায় অশ্লীল গালাগালি দেওয়া হয়েছে। LIC-তে অভিযোগ করায় আমায় সাসপেন্ডও করা হয়েছে। কিন্তু আমায় যারা দেশদ্রোহী বলেছে আমি তাদের থেকে বেশি দেশপ্রেমিক।" তিনি বলেন, "আমি যুদ্ধ বিরোধী। যুদ্ধ হলে আরও নিরীহ জওয়ানের মৃত্যু হবে। তাই যুদ্ধের বিরুদ্ধে এমন কথা লিখেছি।"
পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে কৃষ্ণেন্দু এখন সপরিবারে কলকাতায়। আজ রাতে তিনি দুর্গাপুর ফিরবেন।