দুর্গাপুর, 5 জানুয়ারি: কিছু মদ্যপ ব্যক্তিদের হাতে মার খেলেন প্রাক্তন সেনাকর্মী-সহ তাঁর পরিবারের তিনজন ৷ ঘটনাটি দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায় ৷ ওই সেনাকর্মীর তরফ থেকে কোকওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ একজনকে আটকও করেছে ৷ পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ (An Ex Army Personnel Beaten up while Protesting Against Alcoholism) ৷
জানা গিয়েছে, বুধবার রাতে জয়দেব স্বর্ণকার এবং তাঁর বন্ধু সঞ্জয় শীল তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে কল্পতরু মেলায় যান । সেখানে কল্পতরু মেলায় সাইকেল স্ট্যান্ডের পিছনের দিকে তিনি গাড়ি রাখতে যান ৷ পরে গাড়ি আনতে গিয়ে তিনি দেখেন সেখানে কয়েকজন মদ্যপান করছে ৷ এই ঘটনার প্রতিবাদ করেন তিনি ৷ আর প্রতিবাদ করায় ওই সেনাকর্মী এবং তাঁর সঙ্গে থাকা পরিবারের বাকি সদস্যদেরও মারধর করা হয় বলে অভিযোগ ৷ ঘটনায় গুরুতর আহত হন প্রাক্তন সেনাকর্মী জয়দেব স্বর্ণকার এবং তাঁর বন্ধু সঞ্জয় শীল। অল্পবিস্তর আহত হন সঞ্জয় শীলের স্ত্রী চামেলী শীল ৷
আরও পড়ুন:পিকনিক নিয়ে বচসা, বাবা-ছেলেকে বেধড়ক মারধর প্রতিবেশীদের