পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Durgapur Protest: মেলায় মদ্যপানের প্রতিবাদ, প্রহৃত প্রাক্তন সেনাকর্মী - প্রহৃত প্রাক্তন সেনাকর্মী

মদ্যপ ব্যক্তিদের হাতে মার খেলেন প্রাক্তন সেনাকর্মী-সহ তিনজন ৷ ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায় (An Ex Army Personnel Beaten up while Protesting Against Alcoholism) ৷

Durgapur Protest
মদ্যপ ব্যক্তিদের হাতে মার খেলেন প্রাক্তন সেনাকর্মী-সহ তিনজন

By

Published : Jan 5, 2023, 7:58 PM IST

মদ্যপ ব্যক্তিদের হাতে মার খেলেন প্রাক্তন সেনাকর্মী-সহ তিনজন

দুর্গাপুর, 5 জানুয়ারি: কিছু মদ্যপ ব্যক্তিদের হাতে মার খেলেন প্রাক্তন সেনাকর্মী-সহ তাঁর পরিবারের তিনজন ৷ ঘটনাটি দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায় ৷ ওই সেনাকর্মীর তরফ থেকে কোকওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ একজনকে আটকও করেছে ৷ পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ (An Ex Army Personnel Beaten up while Protesting Against Alcoholism) ৷

জানা গিয়েছে, বুধবার রাতে জয়দেব স্বর্ণকার এবং তাঁর বন্ধু সঞ্জয় শীল তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে কল্পতরু মেলায় যান । সেখানে কল্পতরু মেলায় সাইকেল স্ট্যান্ডের পিছনের দিকে তিনি গাড়ি রাখতে যান ৷ পরে গাড়ি আনতে গিয়ে তিনি দেখেন সেখানে কয়েকজন মদ্যপান করছে ৷ এই ঘটনার প্রতিবাদ করেন তিনি ৷ আর প্রতিবাদ করায় ওই সেনাকর্মী এবং তাঁর সঙ্গে থাকা পরিবারের বাকি সদস্যদেরও মারধর করা হয় বলে অভিযোগ ৷ ঘটনায় গুরুতর আহত হন প্রাক্তন সেনাকর্মী জয়দেব স্বর্ণকার এবং তাঁর বন্ধু সঞ্জয় শীল। অল্পবিস্তর আহত হন সঞ্জয় শীলের স্ত্রী চামেলী শীল ৷

আরও পড়ুন:পিকনিক নিয়ে বচসা, বাবা-ছেলেকে বেধড়ক মারধর প্রতিবেশীদের

সঙ্গে সঙ্গে প্রাক্তন সেনাকর্মী, তাঁর বন্ধুকে এবং বন্ধুর স্ত্রী'কে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় সঞ্জয় শীলের স্ত্রী চামেলী শীলকে । বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ মেলা কমিটির বিরুদ্ধে অভিযোগ তোলেন ওই প্রাক্তন সেনাকর্মী । দুর্গাপুরের কোকওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে পুলিশ একজনকে আটক করেছে ৷ পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে পুলিশ ।

আহত জয়দেব স্বর্ণকার জানান, মদ্যপানের প্রতিবাদ করায় তাদের মারধর করে 15-20 জন যুবক ৷ আহত অবস্থায় স্থানীয়রাই তাদের হাসপাতালে ভর্তি করান ৷ অতিরিক্ত মারের পলে পাঁজরে আঘাত লেগেছে ৷ রিপোর্ট এলে পরবর্তী চিকিৎসা হবে ৷

আরও পড়ুন:বিবাহবিচ্ছেদের পর আদালত চত্বরে যুবককে মারধর মেয়ের পরিবারের, ভাইরাল ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details