অন্ডাল, ৫ মার্চ : আজ ঝাড়খণ্ডে BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহর জনসভা ছিল। দিল্লি থেকে বিশেষ বিমানে তিনি আজ দুপুরে অন্ডাল বিমানবন্দরে আসেন। অন্ডালে নেমে হেলিকপ্টারে করে ঝাড়খণ্ড যান। ঝাড়খণ্ডের গোড্ডায় সভা ছিল।
পুলিশের ব্যবহার অসম্মানজনক, নালিশ অমিতকে - andal
আজ BJP- র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ অন্ডাল বিমানবন্দরে আসেন। সেখানে পশ্চিম বর্ধমান জেলার BJP সভাপতি লক্ষ্মণ ঘড়ুই তাঁর সাথে দেখা করেন। অমিত শাহকে লক্ষ্ণনবাবু পুলিশের বিরুদ্ধে নালিশ জানান।
অমিত শাহকে সম্বর্ধনা জানান লক্ষ্ণণ ঘড়ুই
অন্ডাল বিমানবন্দরে অমিত শাহর সাথে দেখা করেন পশ্চিম বর্ধমান জেলার BJP সভাপতি লক্ষ্মণ ঘড়ুই। তিনি অমিত শাহকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান।
লক্ষ্মণবাবু সর্বভারতীয় সভাপতির কাছে পুলিশের বিরুদ্ধে নালিশ জানান। তিনি বলেন, "রাষ্ট্রীয় সংকল্প দিবসে রাজ্যে পুলিশের ব্যবহার খুবই অসম্মানজনক। পুলিশ বাড়ি বাড়ি গিয়ে সন্ত্রাস চালিয়েছে। এই সব অমিতজিকে বলেছি। তিনি সব শুনেছেন।"