কাঁকসা, 30 এপ্রিল : কাঁকসার দেউলের সংরক্ষিত জঙ্গলের হরিণ, ময়ূর-সহ জীবজন্তুদের লু-এর হাত থেকে বাঁচাতে বন দফতরের পক্ষ থেকে ঠান্ডা খাবার পরিবেশন করা হচ্ছে (kanksa Deul Day Centre take care their animals) ।
দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে দাবদাহে নাভিশ্বাস অবস্থা মানুষের থেকে জীবজন্তুদের। তবে গতকালের বৃষ্টিতে তা একটু কমেছে ৷ কিন্তু আজও পশ্চিম বর্ধমানের জেলার একাধিক জায়াগায় লু-এর সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ৷ কোনও জেলায় তাপমাত্রা 42 ডিগ্রি তো আবার কোথাও 43 ডিগ্রি ৷ লু-এর দাপটে অসুস্থ হচ্ছে মানুষের পাশাপাশি জীবজন্তুরা। আর এ কারণে কাঁকসার দেউলের সংরক্ষিত বনাঞ্চলে হরিণ এবং ময়ূরদের দেওয়া হচ্ছে ওআরএস, কাঁচা শাক-সবজি, ফলমূল।
ওআরএস এবং কাঁচা শাকসবজি ও নানা রকমের ফলমূল দেওয়া হচ্ছে আরও পড়ুন :গরম থেকে বাঁচতে ঝড়খালি পুনর্বাসন কেন্দ্রে 'রাজা'দের জন্য রাজকীয় ব্যবস্থা
দিনে দু'বার করে খাওয়ানো হচ্ছে কুমড়ো, বিনস, গাজর, তরমুজ, শসা-সহ প্রায় দশ রকমের শাকসবজি ও ফলমূল। বন দফতরের 10 জন কর্মী প্রতিনিয়ত নজরদারি চালাচ্ছে হরিণ এবং ময়ূর-সহ অন্যান্য পশুপাখিদের উপরে। সংরক্ষিত রিজার্ভের ভিতর করা হয়েছে বেশ কিছু ছাউনি। বন দফতর সূত্রের খবর, পানীয় জলের সঙ্গে ওআরএস মিশিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে সুস্থ থাকে হরিণ, ময়ূর-সহ পশুপাখিরা। জঙ্গলের মাঝেও কোনও পশুপাখি যাতে অসুস্থ হয়ে না পড়ে, সেজন্য ওয়াচ টাওয়ারের মধ্যে চালানো হচ্ছে নজরদারি ৷
'লু'-এর হাত থেকে হরিণ এবং ময়ূর-সহ অন্যান্য পশুপাখিদের সুস্থ রাখার ব্যবস্থা করা হচ্চছ